Logo
Logo
×

বিনোদন

টরন্টোতে মেহজাবীন চৌধুরীর ‘ফ্যান গার্ল’ মোমেন্ট

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪২ পিএম

টরন্টোতে মেহজাবীন চৌধুরীর ‘ফ্যান গার্ল’ মোমেন্ট

ব্রিটিশ অভিনেত্রী নাওমি ওয়াটসের (বামে) সঙ্গে মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

নিজের প্রথম সিনেমা ‘সাবা’র জন্য এখন কানাডার টরন্টোতে অবস্থান করছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সেখানে ব্রিটিশ অভিনেত্রী নাওমি ওয়াটসের সঙ্গে দেখা হয়েছে তার। নাওমির সঙ্গে ভক্তসুলভ ছবি তুলে তা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন মেহজাবীন।

নাওমির সঙ্গে ছবি নিজের ভেরিফায়েড পেজে শেয়ার করে মেহজাবীন ক্যাপশনে লিখেছেন, ‘নাওমি ওয়াটসের সঙ্গে টিআইএফএফ-এ ফ্যানগার্ল মোমেন্ট।’

অসামাজিক কাজে যুক্ত থাকার খবরে যা বললেন নায়িকা শিরিন শিলা

নাওমি ওয়াটস ‘টোয়েন্টি ওয়ান গ্রাম’, ‘সেন্ট ভিনসেন্ট’, ‘দ্য রিং’, ‘দ্য ইম্পসিবল’, ‘কিং কং’, ‘বার্ডম্যান’সহ বহু জনপ্রিয় ইংরেজি ভাষার সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে ‘দ্য রিং’ এবং ‘দ্য ইম্পসিবল’ সিনেমার জন্য অস্কারের সেরা অভিনেত্রীর মনোনয়নও পেয়েছিলেন।

প্রসঙ্গত, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে স্থান পেয়েছে মেহজাবীনের প্রথম সিনেমা ‘সাবা’। এটি নির্মাণ করেছেন মাকসুদ হোসেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম