ভারতের কলকাতায় আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গজুড়ে আন্দোলন চলছে। নারীর সুরক্ষায় রাস্তায় নেমেছেন সাধারণ মানুষও। আন্দোলনের পরও প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছেন নারীরা।
সম্প্রতি কলকাতা শহরের একটি পাঁচতারকা হোটেলে এক নারী সংগীতশিল্পীকে অশালীন ভাবে স্পর্শ করেছেন হোটেলের কর্মকর্তারা।
ওই শিল্পী জনপ্রিয় একটি টেলিভিশনের শোয়ে ছিলেন। মঙ্গলবার রাতে এক বন্ধুর জন্মদিন পালন করতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তার বোন বন্ধুরাও। সেখানেই ঘটে এক অপ্রীতিকর ঘটনা।
সংগীতশিল্পী জানিয়েছেন, হোটেলে থাকা মধ্যবয়সী দুইজন পুরুষ তাদের সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। এমনকি অশ্লীলভাবে স্পর্শ করতে শুরু করেন। ওই দুই অভিযুক্ত শুধু অশালীনভাবে স্পর্শ করেননি, তার বন্ধুর স্ত্রীর সঙ্গেও খারাপ আচরণ করেন। তাকে নিয়ে জোর করে নাচতে চান। এছাড়াও অনুষ্ঠানে এক নারী শিল্পী গান গাইছিলেন, তাকেও বিরক্ত করেন।
ভুক্তভোগীরা যখন হোটেল কর্তৃপক্ষের কাছে সিসিটিভির ফুটেজ চান, তারা দিতে অস্বীকার করেন। পরবর্তীতে পুলিশ সেখানে গিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে।