প্লে-ব্যাকে রাজনীতির শিকার কণা, তবু গাইছেন নতুন গান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৮ এএম
সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা। ফাইল ছবি
সিনেমা মানেই রাজনীতি। কেউ কেউ বলেন, জাতীয় রাজনীতির চেয়ে ভয়ঙ্কর সিনেমার রাজনীতি। এখানে কাজ করতে গেলে সিন্ডিকেট মেইনটেনইন করতে হয়ে বলেও অনেকের অভিযোগ। যার শিকার একাধিকবার হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা।
এমনিতেই সিনেমার গানে অপ্রতিদ্বন্দ্বী শিল্পী তিনি। গত দুই বছরে তার কণ্ঠে একাধিক সিনেমার গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। গাইছেন নতুন নতুন গান। সে ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন এ সংগীতশিল্পী। নাম ‘চাইল্ড অব দ্য স্টেশন’। পরিচালনা করছেন জাফর আল মামুন।
এ সিনেমায় ‘তুই ছাড়া কে বলনা আছে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন কণা। এটি লিখেছেন রাফিদ একরাম। সুর ও সংগীতায়োজন করেছেন এবং সহশিল্পী হিসাবে গেয়েছেন বেলাল খান। গানটি
প্রসঙ্গে কণা বলেন, ‘সিনেমায় গান গাইতেই আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। মামুন ভাইয়ের সিনেমায় এবারই প্রথম গাইলাম। কথা ও সুর খুব ভালো লেগেছে। এমন একটি সুন্দর গান নিয়ে প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক।’