অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। যার ফলে তলিয়ে গেছে রাস্তাঘাট ও বাড়িঘর। এমনকি পানি উঠেছে মহাসড়ক ও রেললাইনে।
বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এসেছেন অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণত্রাণ কর্মসূচিতে সহায়তা পাঠিয়েছেন।
রোববার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টার একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন অপু বিশ্বাস। ভিডিওতে দেখা যায়, তার প্রতিনিধি হিসেবে এক যুবক কিছু অর্থ গণত্রাণ কর্মসূচিতে প্রদান করেন।
অপু বিশ্বাস এ ব্যাপারে লিখেছেন, ‘দেশে আকস্মিক বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটু উপহার। দেশের বিভিন্ন অঞ্চলে লাখো লাখো মানুষ পানি বন্দী হওয়ায় মনটা ভালো নেই। অসহায় হয়ে পড়া মানুষগুলোর আর্তনাদ দেখলে মন চায় ছুটে যাই তাদের কাছে।’
‘অসহায় শিশুদের মায়াবী মুখগুলো দেখলে বুকটা ছটফট করে। কারণ আমার নিজেরও ছেলে আছে। এসব ছোট্ট সন্তানদের মাঝে আমি আমার ছোট্ট জয়কে খুঁজে পাই। কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না।’
সবশেষ এ নায়িকা লিখেছেন, ‘বন্যার প্রথম থেকে আমি আমার জায়গা থেকে বিভিন্ন টিম, ফাউন্ডেশনে সহায়তা করে চেষ্টা করে যাচ্ছি বন্যার্তদের পাশে থাকার। আমরা সবার যার যার জায়গা থেকে বন্যায় অসহায় হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াই। তাহলেই ঘুরে দাঁড়াবে আমাদের সোনার বাংলাদেশ।’