Logo
Logo
×

বিনোদন

আরজি কর ধর্ষণকাণ্ড

পুরুষরা নিজেদের নিয়ন্ত্রণ করুন, হুঁশিয়ারি আব্রাহামের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ১২:৩২ পিএম

পুরুষরা নিজেদের নিয়ন্ত্রণ করুন, হুঁশিয়ারি আব্রাহামের

আরজি কর ধর্ষণকাণ্ডের ঘটনায় বলিউড অভিনেতা জন আব্রাহাম বলেছেন, আমি পুরুষকে একটু নিজেদের আচার-আচরণ নিয়ে ভাবতে বলছি। পুরুষের নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত, তা না হলে আমি তাদের টুকরো টুকরো করে দেব বলে জানান এ অভিনেতা।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, আরজি করকাণ্ডের তীব্র নিন্দা করেছেন বলিউডের বহু অভিনেতা। এবার এ ঘটনার প্রতিবাদে গর্জে উঠলেন জন আব্রাহাম। বরাবরই নিজের স্পষ্ট মতামত রাখেন তিনি। এবার পুরুষকে টুকরো টুকরো করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন এ অভিনেতা। 

সম্প্রতি এক সংবাদমাধ্যমে পুরুষের আচার-আচরণ নিয়েও কথা বলেন জন আব্রাহাম।

তিনি বলেন, আমি পুরুষকে একটু নিজেদের আচার-আচরণ নিয়ে ভাবতে বলব। পুরুষের নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত, তা না হলে আমি তাদের টুকরো টুকরো করে দেব। সত্যি বলছি— আমি আরও ভালো পারিবারিক শিক্ষা আশা করি। আমি নারীদের আলাদা করে কিছুই বলব না। তাদের কোনো ভুল নেই। বাবা-মায়ের নিজেদের ছেলেদের ভালো শিক্ষা দেওয়া উচিত। নিয়ন্ত্রণ করতে, ভালো ব্যবহার করতে শেখানো উচিত। নারীরা আরও শক্তিশালী হয়ে উঠুক।

এর আগে অন্য এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, নারী, শিশু ও পশুরা ভারতে সুরক্ষিত নয়। এটি দুঃখজনক। ভারতীয় পুরুষের শেখা উচিত— নারীদের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত। এটি খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক নারীর জন্য পুরুষের রক্ষকের ভূমিকা পালন করা উচিত।

সেই সাক্ষাৎকারেই দেশপ্রেম নিয়েও কথা বলেন জন। তার কথায়, আমি আমার দেশকে ভালোবাসি। তাই দেশের কিছু ব্যবস্থার সমালোচনা করা খুব জরুরি। সত্যিকারের দেশপ্রেম ও উগ্র দেশপ্রেমের মধ্যে ফারাক আছে। ‘মেরা ভারত মহান’ বললেই আপনি ভারতপ্রেমী হয়ে উঠতে পারেন না। সমাজে কিছু প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারলেই আপনি দেশপ্রেমী হয়ে উঠতে পারবেন। দেশে ও সমাজের কিছু ক্ষেত্রে পরিবর্তন আনতেই হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম