Logo
Logo
×

বিনোদন

বিআরটিএ-তে গিয়ে নতুন অভিজ্ঞতার কথা জানালেন অমিতাভ রেজা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০১:৫৪ পিএম

বিআরটিএ-তে গিয়ে নতুন অভিজ্ঞতার কথা জানালেন অমিতাভ রেজা

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে দীর্ঘ একমাস বন্ধ থাকার পর সোমবার সেবা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সরকারের অধীনে চালু হওয়া বিআরটিএ-তে সেবা নেওয়ার অভিজ্ঞতা পেয়েছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। যেই অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।

বিআরটিএ-তে সেবাগ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘বিআরটিএ-তে গেলাম আজ। পাঁচ মিনিটে কাজটা হয়ে গেল। সবাই নিয়মমতো কাজ করছে মনে হলো, দৃশ্যত কোনো দালাল জাতীয় মাল দেখা গেল না। ভালোই লাগল।’

বিআরটিএ-তে সেবাদাতাদের বিপরীত চিত্রটাও তুলে ধরেছেন এ নির্মাতা। তিনি লিখেছেন, ‘কিন্তু সমস্যা হলো সবার মন খারাপ। কারণ হয়তো একটাই— তারা প্রতিদিনের যে উপরিটা পেত, যেটা দিয়ে বাজার করে নিয়ে যেত। পাঙ্গাশ মাছটা কিংবা ছেলের জন্য আইসক্রিম কেক, সেই কেকটা মনে হয় আপাতত হচ্ছে না। মানবিক মর্যাদা নিয়ে বাঁচার জন্য তাদের যে বেতন আর দ্রব্যমূল্য তার কোনো মিল নেই। মিল নেই ৫০০ কোটি ডলারের, হাজার কোটি টাকা লুটের।’

তিনি আরও লিখেছেন,  ‘ট্রাফিক জ্যাম দেখে মন খারাপ কইরেন না, ন্যায়বিচার আর সামাজিক মর্যাদার পক্ষে থাকেন। বেশি জ্যামে পড়লে আয়নাঘরের বিবরণ শুনেন— দেখবেন, হাঁ হুতাশ করবেন না, জ্যামও এখন ভালো লাগবে।’

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত ১৮ জুলাই ক্ষতিগ্রস্ত হয় বিআরটিএর কেন্দ্রীয় ডেটা সেন্টার, পুড়ে যায় ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার। যার কারণে বন্ধ হয়ে যায় সেবাদান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম