Logo
Logo
×

বিনোদন

‘মহানগর’ বানিয়ে বিপদে পড়েছিলেন আশফাক নিপুন!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৮:১৫ পিএম

‘মহানগর’ বানিয়ে বিপদে পড়েছিলেন আশফাক নিপুন!

আশফাক নিপুন। ছবি: সংগৃহীত

নির্মাতা আশফাক নিপুন নিজের কাজের মধ্যে সময়কে ধরে রাখার চেষ্টা করেন। তার বেশিরভাগ কাজেই সমাজের নানা অসঙ্গতি উঠে আসে। সাহসী নির্মাতা হিসেবে খ্যাতি আছে তার। ২০২১ সালে তার নির্মিত ওয়েব সিরিজ ‘মহানগর’ দারুণ জনপ্রিয়তা পায়। সিরিজের মুখ্য চরিত্র ওসি হারুনকে নিয়েও দর্শকদের মধ্যে উন্মাদনা দেখা যায়।

সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে ‘মহানগর’ নির্মাণের পর তিক্ত অভিজ্ঞতা হয়েছিল বলে জানান আশফাক নিপুন। তিনি বলেন, ‘মহানগর ওয়েব সিরিজটি দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয় হয়েছিল। কিন্তু এটি নির্মাণের পর আমাকে বেশ সমস্যাতেও পড়তে হয়। যেই বিষয়টি নিয়ে আমি কখনো মিডিয়াতে কথা বলিনি। মহানগর সিরিজের সফলতা নিয়ে আমরা একটি পার্টি রাখি এক মাস পর। ঠিক তার পরদিন আমার কাছে একটি কল আসে। একটি প্রতিষ্ঠান থেকে। আমাকে তাদের অফিসে যেতে বলে, আমি তখন তাদের বলি আমি ঢাকায় নেই। তারপর তারা আমাকে বলে, আপনার লোকেশন তো ঢাকা দেখাচ্ছে। তখন আমি বলি কখন আসতে হবে। এটা শুনে ফোন করা ব্যক্তি রেগে কল কেটে দেয়। তারপর আরেক নম্বর থেকে আমার কাছে কল দিয়ে রাগান্বিত কণ্ঠে কথা বলে, পরে তাদের অফিসে যাই। এরপর নিয়মিতই আমাকে তাদের অফিসে যেতে হতো।’

‘এখন যারা অন্যায় করবে তাদের ফলও ভালো হবে না’

এই ঘটনার পর তাকে বাসার বাইরেও থাকতে হয়েছিল বলে জানান এই জনপ্রিয় নির্মাতা, ‘তারপর আমার আইনজীবী আমাকে বাসায় থাকতে নিষেধ করেন। বলেন নিজের বাসায় থাকলে ঝামেলা হতে পারে। কিছুদিন একটু লুকিয়ে থাকুন। এই পুরো বিষয়টি আমি গল্পের মাধ্যমে সবার কাছে তুলে ধরতে চাই।’

‘মহানগর’ নির্মাণের পর তার যে অভিজ্ঞতা হয়েছে, সেটা নিয়ে সামনে কাজ করার ইচ্ছে আছে জানিয়ে আশফাক নিপুন যোগ করেন, ‘এই তিক্ত অভিজ্ঞতা নিয়ে আমার সামনে কাজ করার ইচ্ছে আছে।’

২০২১ সালে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পায় ‘মহানগর’। সিরিজে ওসি হারুন চরিত্রে অভিনয় করেন মোশাররফ করিম। ২০২৩ সালে মুক্তি পায় সিরিজের দ্বিতীয় কিস্তি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম