প্রিন্স মাহমুদ। ছবি: সংগৃহীত
ছাত্র-জনতার আন্দোলনে শুরু থেকেই সরব ছিলেন সংগীত ব্যক্তিত্ব প্রিন্স মাহমুদ। সামাজিক মাধ্যমে আন্দোলনের সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে নিজের মতামত দিয়েছেন তিনি। এছাড়া রাজপথেও দেখা গেছে তাকে। এবার নতুন এক পোস্টে প্রিন্স মাহমুদ বলেছেন, ক্ষমতা পেয়েছে মনে করে এখন যারা অন্যায় করবে তাদের ফলও ভালো হবে না।
আজ শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘সাবধান হও। অতীত থেকে শিক্ষা নাও। ভুইলো না, ক্ষমতা চোখে ঢাকনি পরায় দেয়। কান মোহর করে দেয়।’
প্রিন্স মাহমুদ তাঁর ফেসবুক পোস্টে আরও লিখেছেন, ‘দখলের লোভ বড় নাছোড়বান্দা। মুখে বলবা রাস্তা ছেড়ে যাব না, আর অন্যায় করে আগামীর আরাম-আয়েশের জিন্দেগি বেছে নিবা, সেই চিন্তা স্বপ্নেও মাথায় এনো না। কে কী অবস্থায় আছো, সব ছবি তোলা আছে। তোমাদের আত্মীয়স্বজনকেও সাবধান করো। এটা দখল, ওইটা দখল, চিন্তা মন থেকে ঝেড়ে ফেলো। চোখ-কান খোলা রাখো।’
সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রিন্স মাহমুদ যোগ করেন, ‘কোনোভাবেই কোনো প্ররোচনায় আইন নিজের হাতে তুলে নিবা না। হিংসা ও প্রতিহিংসার পশু প্রবৃত্তিকে উসকে দিয়ে শয়তান মানুষে মানুষে বিভেদ সৃষ্টির মাধ্যমে পৃথিবীকে অগ্নিকুণ্ডে পরিণত করে, প্রমাণিত হইছে। আর না...আর না। দেশপ্রেম কিন্তু হাত দিয়ে ছোঁয়া যায় না। ভুলবে না, নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করাই দেশপ্রেম। দেশের প্রয়োজনে রাস্তায় থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে...।’