ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে অবস্থান অভিনেত্রী রোকেয়া প্রাচীর
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৫:৫১ পিএম
![ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে অবস্থান অভিনেত্রী রোকেয়া প্রাচীর](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/08/14/image-837989-1723637785.jpg)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সকল হত্যার বিচারের দাবিতে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে অবস্থান নিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচী। বুধবার এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়ে এ অভিনেত্রী লিখেছেন, ‘আছি ধানমণ্ডি ৩২। হোক সকল হত্যার সকল নৈরাজ্যের বিচার। বিচার হোক বাঙালির ইতিহাস হত্যার, আছি। আমরাও বিচার চাই। শান্তিপূর্ণ প্রতিবাদে স্মরণ করব স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর ইতিহাস। আছি পুড়ে যাওয়া ৩২-এ।’
শেখ হাসিনা দেশত্যাগের পর তার দলের অধিকাংশ নেতাকর্মীরা চুপ হয়ে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রোকেয়া প্রাচী।
এরই ধারাবাহিকতায় ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে উপস্থিত হওয়ারও ডাক দিয়েছেন তিনি।
গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করে ভারতে চলে যান।
শেখ হাসিনার দেশ ছাড়ার পর রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িতে হামলা চালানো হয়। একপর্যায়ে দেওয়া হয় আগুন। এতে পুড়ে যায় বাড়িটি। পরিণত হয় ধ্বংসস্তুপে।