![ভারতীয় ‘গদি মিডিয়ার’ জবাব দিলেন মুক্তাদির](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/08/13/image-837576-1723558046.jpg)
কোটা সংস্কার আন্দোলনের তোপের মুখে পড়ে পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাসীন আওয়ামী লীগের পতনের পর ভারতীয় মিডিয়ায় শেখ হাসিনা সরকারকে সমর্থন করে পক্ষপাতদুষ্ট চাঞ্চল্যকর খবর প্রকাশ করে।
ভারতীয় গণমাধ্যমের এমন সংবাদ প্রকাশের সমীচীন জবাব দিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ভারতীয় গদি মিডিয়ার বিপক্ষে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার হলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদির।
আজ মঙ্গলবার দুপুরে তার ফেসবুক পেজে সালমান মুক্তাদির লিখেছেন, ‘গদি মিডিয়া যা ইচ্ছা তাই করে যাচ্ছে। আমরা ইউটিউবাররা, কনটেন্ট ক্রিয়েটর, অভিনেতা ও সাংবাদিকরা বসে বসে আঙ্গুল চুষতেছি। আসুন, সত্যকে আলোয় আনতে কনটেন্ট তৈরি করি যা ভারতীয় গণমাধ্যমে ভুয়া তথ্য উপস্থাপনের মাধ্যমে লুকানোর চেষ্টা করা হচ্ছে।’
পোস্টের কমেন্ট বক্সে সামি দোহা নামে একজন লিখেছেন, ‘হ্যাঁ আমি এর জন্য আওয়াজ তুলেছি।’ পাল্টা জবাবে সালমান মুক্তাদির লেখেন, ধন্যবাদ ভাইয়া। আমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় সকলকে সক্রিয় হতে হবে।’