সানি লিওন। ছবি: সংগৃহীত
নীল সিনেমার জগৎ ছেড়ে বলিউডে থিতু হয়েছেন সানি লিওন। সে সিদ্ধান্ত নেওয়ার পর ১৩ বছর পেরিয়ে গেছে, অথচ এখনো পুরোনো সেই পরিচয় তার পিছু ছাড়েনি। এখনো যেকোনো সাক্ষাৎকারে ঘুরেফিরে সে প্রসঙ্গ চলেই আসে। তাই বিষয়টি নিয়ে তার মধ্যে একপ্রকার আক্ষেপ কাজ করে।
সম্প্রতি গালাট্টা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকার নিজের সেই আক্ষেপ নিয়ে খোলামেলা কথা বলেন সানি লিওন। তিনি বলেন, ‘আমি যখন প্রথম ভারতে এসেছিলাম তখন জানতাম, লোকজন নির্দিষ্ট কিছু শব্দ ব্যবহার করবে আমার জন্য। সেটা স্বাভাবিক ছিল। কিন্তু এখনও যখন তারা আমার অতীত নিয়ে কথা বলেন, সেটা আমার কাছে সমস্যার বলেই মনে হয়।’
টেলর সুইফটকে ছাড়িয়ে শীর্ষে অরিজিৎ সিং
নিজের অতীত নিয়ে আর কথা বলার ইচ্ছে নেই জানিয়ে সানি যোগ করেন, ‘১৩ বছর হয়ে গেছে আমি এখানে এসেছি। এখনও যদি অতীতকে না ছাড়তে পারেন তাহলে আর কবে সামনের দিকে আগাবেন? এটাই এখন সময়। এই বিষয় নিয়ে আর আলোচনা করতে ভালো লাগে না।’
কানাডার অন্টারিওতে সানি লিওনের বেড়ে ওঠা। পাঞ্জাবি পরিবারের মেয়ে সানির আসল নাম করণজিৎ কৌর বোহরা। এক যুগেরও বেশি সময় ধরে বলিউডে নিয়মিত এই অভিনেত্রী। এখন খুব করেই চান যেন মানুষ তার অতীত ভুলে বর্তমানের কাজগুলো নিয়ে আলোচনা করেন। সানির ভাষায়, ‘আমার জীবনে যেটা ঘটেছিল সেটা সবার জানা। বিগত ১৩ বছরে আমরা সবাই অনেক কাজ করেছি, নিজেদের মতো এগিয়ে গিয়েছি। কিন্তু তবুও এখনো অনেকেই আমার এই অতীত, তকমাটা ব্যবহার করেন শুধুমাত্র নিজেদের পাঠক, দর্শক পেতে।’