বাংলাদেশের কঠিন সময়ে প্রতিবেশী দেশ নিয়ে উদ্বিগ্ন জিৎ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০৯:২৪ পিএম
টালিউডের সঙ্গে বাংলাদেশের বরাবরই সুসম্পর্ক ছিল। দুই বাংলার শিল্পীরা হাতে হাত রেখে অনেক কাজ করেছেন। দুই দেশের যৌথ প্রযোজনাতেও বেশ কয়েকটি সিনেমা করেছেন জিৎ। সাধারণত সমাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেন না টালিউড অভিনেতা জিৎ। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেন অভিনেতা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করেছেন। সোমবার দুপুরে তিনি পদত্যাগের পর বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে গেছেন। তবে শেখ হাসিনার পদত্যাগের আগেই এই পোস্ট দিয়েছেন জিৎ।
সোমবার সকালে অভিনেতা জিৎ একটি পোস্টে লেখেন, এই কঠিন সময়ে আমার প্রার্থনা রইল বাংলাদেশের মানুষের জন্য। যে সমস্ত ঘটনা প্রকাশ্যে আসছে সেটা খুবই দুঃখজনক। এ ধরনের মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হওয়া হৃদয় বিদারক।
বাংলাদেশের অভিনেত্রীদের সঙ্গে একাধিকবার জুটি বেঁধেছেন জিৎ। ওপার বাংলাতেও তার বহু অনুরাগী। জিতের আশা, শিগগির প্রতিবেশী দেশের পরিস্থিতি ঠিক হবে।
অভিনেতা লিখেছেন, আশা করি, এই কঠিন সময় খুব তাড়াতাড়ি পেরিয়ে যাবে। প্রতিটা জীবনই মূল্যবান তাই যে কোনো মূল্যে সেটা রক্ষা হওয়া আবশ্যিক।