Logo
Logo
×

বিনোদন

ভক্তদের মনে ‘কষ্ট দিয়ে’ ক্ষমা চাইলেন ফারিন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৯:০০ পিএম

ভক্তদের মনে ‘কষ্ট দিয়ে’ ক্ষমা চাইলেন ফারিন

তাসনিয়া ফারিন। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে মাঠে নেমেছেন দেশের বিনোদনজগতের অনেক শিল্পী-কলাকুশলী। তবে এতদিন এই বিষয়ে মুখ খোলেননি জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। সেজন্য ‘ক্ষমা’ চেয়ে গতকাল ফেসবুকে এক দীর্ঘ পোস্ট করেছেন তিনি।

শনিবার (৩ আগস্ট) রাতে দেওয়া সে দীর্ঘ পোস্ট নিজের ‘ব্যর্থতা’ শিকার করে ফারিন লিখেছেন, ‘এতগুলো দিন পার হয়ে যাওয়ার পর আমার কিছু বলা বা না বলাতে কিছু আসে যায় না। তবু মনে হচ্ছে, আমার চুপ থাকাটাকে নিজের কাছে নিজের সহ্য হচ্ছে না। আমি আমার নিজের নিরাপত্তার কথা চিন্তা করে নীরব ছিলাম। সাহসের অভাবে নীরব ছিলাম। নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখতে পারিনি। এ ব্যর্থতার দায় সম্পূর্ণ আমার।’

তবে এখন সে ‘ভয়’ কেটে গেছে জানিয়ে ফারিন যোগ করেন, ‘আজকে (শনিবার) যখন হাজার হাজার মানুষ নিজের নিরাপত্তার কথা চিন্তা না করে শহীদ মিনারে জড়ো হলো ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদে, তখন নিজের বাসায় বসে নিজের নিরাপত্তার কথা ভাবাটাই হাস্যকর।’

যেসব শিল্পীদের ‘বর্জন’ করবেন ন্যান্সি

আন্দোলনরত ছাত্রছাত্রীদের আসল তারকা উল্লেখ করে তাদের কাছে অনেক কিছু শেখার আছে বলে মনে করছেন এই অভিনেত্রী, ‘কারও কোনো সাহায্য-সহযোগিতা ছাড়া আপনারা সাধারণ মানুষ, যারা এত সুন্দর করে দেশ সংস্কারের কাজ করে যাচ্ছেন, তারাই আসল সেলিব্রিটি। আমার মতো স্বার্থপর মানুষদের অনেক কিছু শেখার আছে আপনাদের থেকে। হয়তো একদিন আপনাদের মতো আমারও সাহস হবে।’

স্ট্যাটাসের শেষভাগে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে ফারিন লিখেছেন, ‘আপনাদের মনে কষ্ট দিয়েছি। আমি ক্ষমাপ্রার্থী। বাংলাদেশের নাগরিক হিসেবে চাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক। কেউ পারলে আপনারাই পারবেন।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম