Logo
Logo
×

বিনোদন

যেসব শিল্পীদের ‘বর্জন’ করবেন ন্যান্সি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৬:৩৭ পিএম

যেসব শিল্পীদের ‘বর্জন’ করবেন ন্যান্সি

সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। দিনদুয়েক আগে এক ফেসবুক পোস্টে এক শ্রেণীর শিল্পীদের বর্জনের ঘোষণা দিয়েছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে সে শিল্পীদের নাম উল্লেখ না করেই ন্যান্সি লিখেছেন, ‘প্ৰিয় সুশীল গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ভাই ও বোনেরা, আপনারা যারা চিরকাল সুবিধাভোগী, ভাবছেন সব স্বাভাবিক হয়ে এলেই সরল বাংলাদেশের মানুষ আপনাদের বন্দনায় ব্যস্ত হয়ে যাবে? চলমান পরিস্থিতি নিয়ে টু শব্দটি করেননি! ভবিষ্যতে যার সাথে ছবি দিলে, গুন বন্দনার নামে চাটুকারিতা করলে দুটো পয়সা বেশি পাবেন, সে ফন্দি ফিকির করছেন- ধিক্কার আপনাদের।’

মোবাইল ইন্টারনেট বন্ধ করায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

সেসব শিল্পীরা প্রকৃত শিল্প থেকে অনেক দূরে সরে গেছেন বলে মনে করেন ন্যান্সি, ‘বিশ্বাস করেন, আপনাদের মধ্যে শিল্পের বিন্দুমাত্র অবশিষ্ট নেই। বরং আপনাদের দেখলে ধান্দাবাজ মনে হয়। আপনাদের কীর্তি শুধু আমি নই, সারা বাংলাদেশের মানুষ দেখেছে ও দেখছে। সুযোগ বুঝে ভোল পাল্টে বীর সাজবেন, সে আশায় গুঁড়ে বালি।’

সবশেষে এ সকল শিল্পীদের সঙ্গে নিজের সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে ন্যান্সি লিখেছেন, ‘আপনাদের সাথে কাজের সূত্রে যে সম্পর্ক ছিলো সেটা আমি ছিন্ন করলাম, আপনাদের বর্জন করলাম। জানি, তাতে আপনাদের কিছু আসে যায় না। তাতে কি! আমি তো আয়নার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, আমার ওতেই চলবে।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম