Logo
Logo
×

বিনোদন

ঢাকায় আসছেন রাহাত ফতেহ আলী, গান শুনতে কত গুনতে হবে?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৬:০৭ পিএম

ঢাকায় আসছেন রাহাত ফতেহ আলী, গান শুনতে কত গুনতে হবে?

আবারও ঢাকায় গাইতে আসছেন পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। আগামী ২০ জুলাই ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে সংগীত পরিবেশন করবেন তিনি।

১১ জুলাই এক ফেসবুক পোস্টে এ কনসার্টের ঘোষণা দেন রাহাত ফতেহ আলী খান। এটি আয়োজন করছে বাই হেয়ার নাউ (বিএইচএন) নামের একটি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাহাত ফতেহ আলী খানের কনসার্টের টিকিটের মূল্য ১০ হাজার টাকা। আগামীকাল রাত ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে।

বিএইচএনের সহকারী ব্যবস্থাপক (অপারেশন) তৌহিদুল ইসলাম জানান, শুধু এক ক্যাটাগরির টিকিট বিক্রি করছেন তারা।

এর আগেও ঢাকার শ্রোতাদের সামনে এসেছিলেন তিনি।

কাওয়ালি ও গজলের পাশাপাশি বলিউড সিনেমায় প্লেব্যাক করার জন্য জনপ্রিয় রাহাত ফতেহ আলী খান। তার গাওয়া শ্রোতাপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘জরুরি থা’, ‘ও রে পিয়া’, ‘জগ সুনা সুনা লাগে’, ‘তেরে বিন’, ‘তেরি ওর’, ‘ম্যায় যাঁহা রাহুঁ’, ‘তেরে মাস্ত মাস্ত দো ন্যায়ন’, ‘তুম যো আয়ে জিন্দেগি মে’, ‘দিল তো বাচ্চা হ্যায় জি’ ইত্যাদি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম