
আবারও একসঙ্গে এক গানে কাজ করার কথা জানিয়েছেন দেশের দুই জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও ইমরান মাহমুদুল। তন্ময় তানসেন পরিচালিত ‘তুমি সন্ধ্যারও মেঘমালা’ সিনেমায় ‘রোমিও জুলিয়েট’ গানের মাধ্যমে ইমরান প্রথমবার হাবিব ওয়াহিদের সুরে গান গেয়েছিলেন। এরপর আরো সাত/আটটি জিঙ্গেলে হাবিব ওয়াহিদের সুরে কণ্ঠ দেন। আবার হাবিবও কিছুদিন আগে ‘বোকা মন’ শিরোনামে একটি গানে ইমরানের সুরে গেয়েছেন।
এদিকে সম্প্রতি ইমরান জানিয়েছেন, তাদের মধ্যে আরো কিছু নতুন কাজের পরিকল্পনা চলছে।
তিনি বলেন, ‘স্কুল কলেজ জীবনে হাবিব ভাইয়ের গান শুনে ভীষণ আবেগী হয়ে উঠতাম। তার সুর, কণ্ঠ পুরো বিষয়টাই আমার কাছে ভীষণ ম্যাজিক্যাল একটি ব্যাপার বলেই মনে হয়। একসময় আমাকে তিনি সিনেমাতে প্লে-ব্যাক করালেন, তারই সুরে। সম্প্রতি তার সঙ্গে দেখা হলো, নতুন কিছু কাজ নিয়েও পরিকল্পনা হলো। আশা করছি শিগগিরই আমরা নতুন কাজ শুরু করতে পারব।’
এদিকে ইমরান জানান, শিগগিরই তিনি স্টেজ শো করতে সৌদি আরব ও আমেরিকা যাবেন।