![ওটিটিতে আসছেন দীঘি](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/07/09/image-825909-1720471064.jpg)
চলতি বছরের শুরুতে দীঘি অভিনীত একটি সিনেমা মুক্তি পায়। এরপর তার কোনো নতুন সিনেমার খবর ছিল না। তবে দীর্ঘ ৬ মাস পর কাজের কথা জানালেন।
বিস্তারিত কিছু না বললেও দীঘি বলেছেন, ওটিটিতে নতুন একটি কন্টেন্ট আসছে তার। সেটি প্রমোশনের জন্য সম্প্রতি একটি বিয়ের কার্ড তার ফেসবুকে পোস্ট করেছিলেন। যা নিয়ে রীতিমত হৈ চৈ পড়ে সোশ্যাল মিডিয়ায়।
এ প্রসঙ্গে দীঘি বলেন, ‘এটা আসলে ওটিটির একটি কাজের প্রমোশন ছিল। পোস্টে আমার অভিনীত চরিত্রের কথাটাই লিখেছিলাম।’