Logo
Logo
×

বিনোদন

শাবনূরের সব সুখের উৎস কি জানেন?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১১:০১ পিএম

শাবনূরের সব সুখের উৎস কি জানেন?

দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। নতুন দুটি সিনেমায় কাজ শুরু করেছেন। দেশে শাবনূরের নতুন সিনেমার শুটিং শুরু হয়েছে। ‘রঙ্গনা’র শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়া টু ঢাকা করছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবেও সক্রিয় দেখা যায় জনপ্রিয় এ তারকাকে।

অস্ট্রেলিয়ায় ছেলেকে নিয়ে আলাদা সময় কাটান অভিনেত্রী। সেটি তার সামাজিক যোগাযোগমাধ্যম দেখলেই বোঝা যায়।  

ইনস্টাগ্রামে ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে শাবনূর লিখেছেন, ‘আমার সব সুখের উৎস।’ 

এরই মধ্যে নিজেকে অনেকটা বদলে ফেলেছেন শাবনূর। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আরও দুটি ছবি পোস্ট করেছিলেন। নতুনভাবে প্রিয় নায়িকাকে দেখে উচ্ছ্বসিত ভক্ত-অনুরাগীরা। ভাইরাল হয়ে যায় শাবনূরের নিউ লুক।

অস্ট্রেলিয়ায় থাকাকালে শাবনূর যুক্ত হন ‘রঙ্গনা’য়। পরিচালনা করছেন আরাফাত হোসাইন। নতুন এই সিনেমা দিয়ে চলচ্চিত্রে ফিরেছেন নায়িকা। 

অন্যদিকে ‘রঙ্গনা’ পরিচালনার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র পরিচালনায় নামছেন আরাফাত। এর আগে তিনি বেশ কয়েকটি সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। ‘মাতাল হাওয়া’ নামে আরেকটি সিনেমায় অভিনয়ের কথা রয়েছে এই অভিনেত্রীর।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম