Logo
Logo
×

বিনোদন

দুর্নীতি করেননি! তবু কেন ৭০ লাখ রুপি ফেরত দিচ্ছেন ঋতুপর্ণা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৮:২৮ পিএম

দুর্নীতি করেননি! তবু কেন ৭০ লাখ রুপি ফেরত দিচ্ছেন ঋতুপর্ণা

দুর্নীতির অভিযোগ অস্বীকার করেও ৭০ লাখ রুপি ফেরত দিচ্ছেন ঋতুপর্ণা। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কাছে এ পরিমান টাকা ফিরিয়ে দেওয়ার আবেদন করেছেন অভিনেত্রী। রেশন দুর্নীতিতে অভিযুক্ত পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রীর কাছ থেকে নেওয়া ৬০ লাখ রুপি ফিরিয়ে দিয়েও তিনি কেন ইডির কাছে এ আবেদন করলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।    

রেশন দুর্নীতি মামলায় টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে মে মাসে ভারতীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলব করে। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেছিলেন, রেশন দুর্নীতি কি, সে সম্পর্কে আমার কোনো সম্যক ধারণা নেই।

ইডির কাছে দেওয়া ঋতুপর্ণার এ বক্তব্যের পর মাস ঘুরতে না ঘুরতেই ৭০ লাখ রুপি ফেরত দিতে চেয়ে ইডি বরাবর আবেদন করছেন। 

ভারতের গণমাধ্যমে ইডির বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

গত ১৯ জুন ইডির দপ্তরে যান ঋতুপর্ণা। প্রায় পাঁচ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, যে নথি ইডির কর্মকর্তারা চেয়েছিলেন, তা জমা দিয়েছি। আমি তাদের সহযোগিতা করেছি। তারাও আমাকে অনেক সহযোগিতা করেছেন। এই দুর্নীতির সঙ্গে আমার কোনো যোগ নেই। এর থেকে বেশি কিছু বলতে পারব না।

ইডি সূত্রে জানা গেছে, রেশন দুর্নীতিতে অভিযুক্ত পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে টাকা নিয়েছিলেন ঋতুপর্ণা। ঋতুপর্ণার মাধ্যমে রেশন দুর্নীতির প্রায় ৬০ লাখ রুপি টালিউডে বিনিয়োগ হয়েছে। সেই টাকা ঋতুপর্ণা ফিরিয়ে দিয়েছেন বলেও দাবি করেন। 

তার পরেও ইডিকে কেন ৭০ লাখ রুপি ফেরানোর আবেদন তিনি জানালেন তা নিয়ে প্রশ্ন উঠছে।

এর আগে রোজভ্যালি কেলেঙ্কারিতেও ঋতুপর্ণাকে তলব করেছিল ইডি। রোজভ্যালির সঙ্গে তার লেনদেন হয়েছে বলেও তখন অভিযোগ পাওয়া গেছে। এবার রেশন দুর্নীতিতেও জড়ালেন এ অভিনেত্রী। 

এখন ইডি তার অর্থ ফেরতের আবেদন মঞ্জুর করবে, না কি অভিনেত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম