Logo
Logo
×

বিনোদন

হাসপাতালে সালমান মুক্তাদির

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৪:৪০ পিএম

হাসপাতালে সালমান মুক্তাদির

ফাইল ছবি

দেশের জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির। প্রায় সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় শেয়ার করে আলোচনায় থাকেন তিনি। বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়টি নিজেই জানিয়েছেন সালমান। 

সোমবার দুপুরে ভেরিফাইড ফেসবুক পেজে অসুস্থতা নিয়ে একটি স্ট্যাট্যাস দেন তিনি। এ সময় একটি ছবিও পোস্ট করেন সালমান।

‘প্রায়ই আমাদের এমন ঘটনা ঘটে, এটা নতুন কিছু নয়’

ছবিতে দেখা যায়, সালমানের হাতে ক্যানোলা লাগানো হয়েছে। সঙ্গে নাক, মাথা ও কপালে লাগানো হয়েছে ইলেকট্রিক মেশিনের তার।
জানা যায়, সালমান মুক্তাদিরের রাতে ঘুম হয় না। শারীরিক জটিলতা, দুশ্চিন্তা ও নানা সমস্যার চিকিৎসা নিচ্ছেন তিনি। 

সালমানের এ পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। অনেকে বলছেন, ঘুম না হওয়ায় হাসপাতালে স্লিপ টেস্ট দিচ্ছেন তিনি। আবার অনেকে বলছেন, তিনি অসুস্থ নন। বরং হাসপাতালের প্রমোশন করছেন। 

গত বছর ৩০ এপ্রিল ভালোবেসে দিশা ইসলামকে বিয়ে করেন সালমান। ক্যামেরার সামনে বিয়ের পর তাদের সুখী দম্পতি হিসেবেই দেখা গেছে। সালমানের অসুস্থতা নিয়ে এখনো কিছু বলছেন না তার স্ত্রী দিশা।  


 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম