
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৬:৩১ এএম
যেমন বিয়ের ভিডিও চেয়েছিলেন সোনাক্ষী

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৮:০০ পিএম

আরও পড়ুন
সোনাক্ষী সিনহার বিয়ে এখন টিনসেল টাউনের হট টপিক। দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা জহির ইকবালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন সোনাক্ষী। গত ২৩ জুন রেজিস্ট্রির মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। নিজেদের ইনস্টাগ্রামে বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও পোস্ট করেন জহির এবং সোনাক্ষী।
তবে তার ‘বিয়ের ভিডিও’ আর দশটি বিয়ের ভিডিও’র মতো নয়। নিজের বিয়ের ভিডিও নিয়ে অন্যরকম পরিকল্পনা ছিল সোনাক্ষীর। সে পরিকল্পনার কথা নিজেই ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে জানিয়েছেন এই অভিনেত্রী, ‘বেশ কয়েকটি বিয়ের অনুষ্ঠানে স্যাম এবং একতার (ভিডিওগ্রাফার) সঙ্গে আমাদের দেখা হয়েছিল। তারা আসলে স্বামী-স্ত্রীর সম্পর্ক এবং বিয়ের পুরো আবহটাকে সুন্দরভাবে ক্যামেরায় ধারণ করতে পারে। আমি তখনই ওদের কথা দিয়েছিলাম যে যখন আমি এবং জহির বিয়ে করব…তারা সেখানে থাকবে।’
কথা রেখেছেন সোনাক্ষী। স্যাম এবং একতা-ই জহিরের সঙ্গে তার বিয়ের সুন্দর, উষ্ণ মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করেছেন। এই দুই ভিডিওগ্রাফারের উপর আস্থা রাখা যে ঠিক সিদ্ধান্ত ছিল, ইনস্টাগ্রাম স্টোরিতে সেটা উল্লেখ করে সোনাক্ষী লিখেছেন, ‘সেরা সিদ্ধান্ত। আমরা শুধু একটা বিয়ের ভিডিও চাইনি। আমরা (বিয়ের মুহূর্তের) আবেগটাকে ধরে রাখতে চেয়েছিলাম, যাতে পরে যখনই আমরা ভিডিওটি দেখি যেন ওই মুহূর্তটায় ফিরে যেতে পারি।’
সবশেষে স্যাম এবং একতাকে ধন্যবাদ জানিয়ে সোনাক্ষী লিখেছেন, ‘আমরা যেমন ভিডিও চেয়েছিলাম, তেমনটাই পেয়েছি। স্যাম, একতা এবং তোমাদের পুরো দলকে ধন্যবাদ। তোমরা জাদুকরি।’