Logo
Logo
×

বিনোদন

‘জাহিরকে দেখে নেব’ বিয়ের পরই সোনাক্ষীর স্বামীকে ‘হুমকি’ হানির!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৫:৪৪ পিএম

‘জাহিরকে দেখে নেব’ বিয়ের পরই সোনাক্ষীর স্বামীকে ‘হুমকি’ হানির!

ছবি: সংগৃহীত

রাত তখন দেড়টা। জাহির-সোনাক্ষীর রিসেপশন ভেন্যু থেকে বেরিয়েই পাপারাজ্জিদের ছোটাছুটি দেখে চড়াও হলেন হানি সিং! তার প্রশ্ন, এত রাতে এখানে কী করছো? এরপরই ক্যামেরার সামনে নবদম্পতির উদ্দেশে তিনি যা বললেন, তা নেটপাড়ায় ভাইরাল।

আনন্দবাজার জানায়, রোববার সকালে বিমানবন্দরে নেমেই হানি বলেন, ‘মদ্যপান না করেই সোনাক্ষীর বিয়েতে নাচব?’ তার পর সন্ধ্যাবেলা বেগনি কোর্ট, চেক প্যান্ট, চোখে রোদচশমা পরে অনুষ্ঠানকক্ষে ঢোকেন। 

সোনাক্ষীর বিয়ের শাড়ির সঙ্গে জড়িয়ে আছে যে ইতিহাস

বেশ কয়েক বছর আগে সোনাক্ষীর সঙ্গে ‘দেশি কলাকর’ মিউজক ভিডিও করেন হানি। তুমুল জনপ্রিয় হয় সেই ভিডিও। তার পর থেকে গাঢ় হয় তাদের বন্ধুত্ব। তাই কাছের বান্ধবীর এমন এক দিনে নিজে থেকেই জাহির ও সোনাক্ষীর জন্য বেশ কিছু গান গাইলেন হানি। 

তবু রিসেপশনের অনুষ্ঠান শেষে অবশ্য একেবারে অন্য মেজাজে ধরা দিলেন তিনি। 

সোনাক্ষীর বিয়েতে তারার মেলা

ক্যামেরা সামনে দেখেই খানিক হুমকির সুরে বলেন,‘সোনাক্ষীকে খুশি না রাখলে, জাহির দেখে নেব তোমাকে।’ যদিও গোটা বিষয়টা মজার ছলেই করেছেন তিনি। তবু নেটপাড়ার একাংশ অবশ্য হানির এ হেন মন্তব্য নিয়ে হাসাহাসি শুরু করেছেন।

জাহির সম্পর্কে সোনাক্ষীর বাবা যে কথা বললেন

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম