Logo
Logo
×

বিনোদন

জায়েদকে দেওয়া ‘ঈদ সালামি’ বান্ডিলে কত টাকা ছিল, জানালেন ডিপজল 

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৪, ০৪:৫১ পিএম

জায়েদকে দেওয়া ‘ঈদ সালামি’ বান্ডিলে কত টাকা ছিল, জানালেন ডিপজল 

ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ডিপজলের কাছ থেকে কুরবানি ঈদে এক বান্ডিল টাকা সালামি পেয়েছেন নায়ক জায়েদ খান।  এ বিষয়টিতে নতুন করে আলোচনায় এসেছেন এই নায়ক। পাশাপাশি ভক্তদের কৌতূহল তৈরি হয়েছে সেই ঈদ সালামির বান্ডিলে কত টাকা ছিল? 

এদিকে সালামি পাওয়ার ভিডিও জায়েদ খান তার ফেসবুকে শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, ডিপজলকে সালাম করেই জায়েদ খান সালামি চান।

ডিপজলও জায়েদকে ভালোবেসে এক বান্ডিল টাকা সালামি দিয়ে দেন। সে বান্ডিলে কত টাকা ছিল তা জায়েদ না জানালেও জানিয়েছেন ডিপজল।

ডিপজলের পোস্ট করা একটি ফেসবুক রিলসে দেখা যাচ্ছে, জায়েদকে লাখ টাকা বান্ডিলের সালামি দিয়েছেন তিনি।

শুধু জায়েদকেই নয়, এবারের ঈদে ১০ লাখ টাকার ঈদ উপহার দিয়েছেন শিল্পীদের। গরিবদের জন্য নিজ এলাকায় ৮ টি গরু ও মহিষ কোরবানিও দিয়েছেন ডিপজল।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম