
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০৫:১৮ পিএম
লিজার ‘পূর্ণিমা চাঁদ’

আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০২:৪৮ এএম

আরও পড়ুন
গান থেকে লম্বা বিরতিতে ছিলেন সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। এরই মধ্যে পেলেন মাতৃত্বের স্বাদ। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করে গত মাসের শেষের দিকে দেশে ফিরেছেন এই শিল্পী। ফিরেই গানে ব্যস্ত হয়ে পরলেন। ঈদ উপলক্ষে আসছে এ শিল্পী নতুন গান ‘পূর্ণিমা চাঁদ।’
গানটির সুর করেছেন দেশের ব্যান্ড সংগীতের অন্যতম তারকা নকিব খান। কথা লিখেছেন ড. সোয়েব আহমেদ, সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রাজ বিশ্বাস শংকর।
এ গান প্রসঙ্গে লিজা বলেন, ‘নকিব খান স্যারকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমিও তার একজন ভক্ত। অনেক আগেই তাকে জানিয়েছিলাম, আপনাদের রেঁনেসা ব্যান্ডের গান আমার ভীষণ পছন্দ। যদি কখনো সুযোগ হয় ওই ধাঁচের গান আপনার সঙ্গে করতে চাই। পরে তিনি আমার জন্য দুটি গান করেন। একটি গান এর আগেই আমার অ্যালবামে প্রকাশিত হয়েছে। বিরতির পর আরেকটি গান করলাম।’