Logo
Logo
×

বিনোদন

‘দেবর-ভাবি’র নতুন গান

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০১:৩৩ এএম

‘দেবর-ভাবি’র নতুন গান

ছবি: ভিডিও থেকে নেওয়া

‘দেবর-ভাবি’ সিরিজের একাধিক গান করে আলোচনায় এসেছেন সংগীতশিল্পী গামছা পলাশ ও অংকন ইয়াসমিন জুটি। এরই ধারাবাহিকতায় এবারের ঈদে দেশের শীর্ষস্থানীয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ব্যানারে প্রকাশ হলো তাদের নতুন গান ‘দেওরা আমার চাকরি পাইছে’।

রাসেল কবীরের গীতিকবিতায় এতে সুর দিয়েছেন গামছা পলাশ। সংগীতায়োজন করেছেন তরিক। ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত।

গানটি নিয়ে অংকন বলেন, ‘দেবর-ভাবি সম্পর্কের মধুরতা, অধিকার ও আবদারের মিশেল গানে গানে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

পলাশ বলেন, ‘অংকন ও আমার কণ্ঠে শ্রোতা-দর্শক যে ঘরানার গান শুনতে পছন্দ করেন, তার পারফেক্ট কম্বিনেশন হলো এটি। একদম শ্রোতাদের মনের মতো একটি গান করার চেষ্টা করেছি।’

গানটি এরইমধ্যে ডিএমএসের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে। পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম