Logo
Logo
×

বিনোদন

আমির খানের মায়ের জন্মদিনে ভিন্ন এক আয়োজন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৪, ০৩:৫০ পিএম

আমির খানের মায়ের জন্মদিনে ভিন্ন এক আয়োজন

বলিউড অভিনেতা আমির খান তার মায়ের জন্মদিনে ভিন্ন এক আয়োজন করেছেন। আগামীকাল বৃহস্পতিবার তার মা জিনাত হুসেইনের ৯০তম জন্মদিন উপলক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। আমিরের মুম্বাইয়ের বাড়িতেই এ জন্মদিন উদযাপন করা হবে । এ অনুষ্ঠানে ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ উপলক্ষ্যে বেঙ্গালুরু, লক্ষ্ণৌ, বেনারসসহ ভারতের বিভিন্ন শহর থেকে আমির খানের আত্মীয়রা মুম্বাইতে আসবেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন সূত্রে জানা গেছে, আগামীকাল ১৩ জুন আমির খানের মা জিনাত হুসেইনের ৯০তম জন্মদিন। এ উপলক্ষ্যে বিশাল আয়োজন অভিনেতার। মায়ের জন্মদিন উপলক্ষ্যে দুশর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ উপলক্ষ্যে খান পরিবারের আত্মীয়রা বেঙ্গালুরু, লক্ষ্ণৌ, বেনারসসহ ভারতের বিভিন্ন স্থান থেকে মুম্বাইতে আসবেন। অভিনেতা চান, মায়ের জন্মদিন উদযাপনকে উপলক্ষ করে একটি পারিবারিক পুনর্মিলনীর আয়োজন করতে।

ভারতীয় গণমাধ্যম সূত্র আরও জানায়, আমির খানের মা জিনাত গত এক বছর ধরে অসুস্থ। দীর্ঘ দিন চিকিৎসার জন্য চেন্নাইতে ছিলেন তার মা। মায়ের পাশে থাকতে আমিরও অনেক দিন মুম্বাইয়ের বাইরে ছিলেন। 

উল্লেখ্য, আমির খান ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ সিনেমার ব্যর্থতার পর অভিনয় থেকে সাময়িক বিরতির ঘোষণা দেন। সেই সময় তিনি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেছিলেন— পরিবারকে সময় দিতেই এ বিরতি। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম