Logo
Logo
×

বিনোদন

বেঁচে থাকার শক্তি নাই মেহজাবীনের!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৪, ১০:০৪ পিএম

বেঁচে থাকার শক্তি নাই মেহজাবীনের!

ক্যারিয়ারে ইতোমধ্যে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে কেড়েছেন দর্শকদের নজর।

সব সময় হাসিখুশি থাকতে পছন্দ করা এই অভিনেত্রী হঠাৎ করে ফেসবুকে দিয়েছেন এমন এক পোস্ট, যা দেখে রীতিমত অবাক তার অনুরাগীরা।

আসলে এইডস হয়েছে নাকি গুজব, মুখ খুললেন মমতাজ

সোমবার সন্ধ্যায় মেহজাবীন তার ভেরিফায়েড"> ফেসবুকে পেজে লিখেছেন, ‘বেঁচে থাকার শক্তি নাই, মরে যাওয়ার সাহস নাই।’

স্ট্যাটাসটি পোস্টের পর থেকেই তাতে প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা।

নাবিল নামে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, কি হইলো হঠাৎ মেহজাবীন আপু? সবাই তো মনে করে আপনাদের কোনো দুঃখ নাই।

ময়না নামে একজন লিখেছেন, আপনি এমনটা বলবেন এটা আপনার ফ্যানরা কখনোই চিন্তা-ভাবনাও করেনি।

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল নিজের জন্মদিনে সুখবর দেন মেহজাবীন। জানান, শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় এবার বড় পর্দায় ‘প্রিয় মালতী’ সিনেমা নিয়ে হাজির হবেন তিনি। সিনেমায় তার পাশাপাশি নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে অভিনয় করেছেন। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম