থ্যাশফেস্টে আজ গাইবে ক্রিপটিক ফেইটসহ ভারতের দুই ব্যান্ড
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২৪, ১১:৩৫ এএম
একটা সময়ে ঢাকায় প্রায় প্রতি সপ্তাহেই আন্ডারগ্রাউন্ড মেটাল কনসার্ট হতো। এখনকার সময়ের দেশের প্রথম সারির অনেক ব্যান্ডের সূতিকাগার এই কনসার্টগুলো। সময়ের পরিক্রমায় আন্ডারগ্রাউন্ড মেটাল কনসার্ট কমে গেলেও নতুন উদ্যোমে আবার ফিরে আসছে।
আজ থ্র্যাশফেস্ট ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে। দুপুর সাড়ে তিনটায় শুরু হবে এ কনসার্ট। এতে সংগীত পরিবেশন করবে দেশের প্রথম সারির জনপ্রিয় হেভিমেটাল ব্যান্ড ক্রিপটিক ফেইট। থাকছে ভারতের দুই মেটাল ব্যান্ড ড্রেডহ্যামার (থ্র্যাশ মেটাল) এবং মাস্ট্যাং (হেভিমেটাল) এর পরিবেশনা। নিজেদের গান শোনাবে ব্যান্ড থ্র্যাশ, কারমান্ট, ডিসেক্টর এবং গডড্যাম।
এই কনসার্টের আয়োজন করেছে ট্রাইডেন্ট অব কেওয়াস, বাংলাদেশ মেটাল এলায়েন্স ও ক্যু দে গ্রা।
কনসার্টের অন্যতম আয়োজক আবদুল্লাহ আল হাই সম্পদ যুগান্তরকে বলেন, গত বছর একই ভ্যানুতে আমরা আন্ডারগ্রাউন্ড মেটাল কনসার্ট ইভেন্ট বাংলাদেশ থ্র্যাশফেস্ট ২০২৩ আয়োজন করেছিলাম। তারই ধারাবাহিকতায় এ বছর বাংলাদেশ থ্রাশফেস্ট ২০২৪। আমরা চাই বড় কনসার্টের পাশাপাশি আন্ডারগ্রাউন্ড কনসার্টের কালচার আবার ফিরে আসুক। আরও নতুন নতুন মেটাল ব্যান্ডের নিয়মিত পারফর্ম করার সুযোগ তৈরি হোক।
এই কনসার্টের টিকিটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা। ভেনু্যতে এসেও টিকিট সংগ্রহের সুযোগ থাকবে।