Logo
Logo
×

বিনোদন

প্রিয়াংকার মায়ের চোখে সালমান ‘আদর্শ পুরুষ’, শাহরুখ-অক্ষয়রা ‘ব্যবসায়ী’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৪, ০৯:২৬ এএম

প্রিয়াংকার মায়ের চোখে সালমান ‘আদর্শ পুরুষ’, শাহরুখ-অক্ষয়রা ‘ব্যবসায়ী’

হলিউড ও বলিউডে সামানভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। প্রিয়াংকার মা মধু চোপড়া সম্প্রতি জানিয়েছেন বলিউডের কোনো অভিনেতা অভিনেত্রীদের নিয়ে তিনি কী ভাবেন। 

সালমান খান থেকে শুরু করে শাহরুখ খান, অক্ষয় কুমার সকলকে নিয়েই নিজের মতামত জানিয়েছেন তিনি।

সম্প্রতি ফিল্মিজ্ঞানকে দেওয়া একটি সাক্ষাৎকারে মধু চোপড়া কোন অভিনেতা এবং অভিনেত্রীকে নিয়ে কী ভাবেন সেটাই জানিয়েছেন। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান বলিউডের সব থেকে সম্মানীয় ব্যক্তি হলেন অমিতাভ বচ্চন। আর সালমান খান হলেন আদর্শ ভদ্র পুরুষ।

তিনি এদিন একই সঙ্গে জানান রণবীর সিং হল ভীষণ মজার মানুষ। রণবীর কাপুরকে তিনি ঈশ্বরপ্রেমী বলে দেগে দেন। রণবীরের স্ত্রী আলিয়ার প্রসঙ্গে বলেন, তার নাকি মন ভালো করা ব্যক্তিত্ব আছে। তবে অক্ষয় কুমার এবং শাহরুখ খানকে তিনি পাক্কা ব্যবসায়ী বলে দেগে দেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম