Logo
Logo
×

বিনোদন

উপস্থাপিকা মৌসুমী মৌ’র মামলায় স্বামীর জামিন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ মে ২০২৪, ০৭:০৫ পিএম

উপস্থাপিকা মৌসুমী মৌ’র মামলায় স্বামীর জামিন

বিয়ের এখনো ছয় মাস পার হয়নি। এরমধ্যেই স্বামীর বিরুদ্ধে যৌতুকের অভিযোগ এনে আদালতে মামলা করেছেন মডেল ও টিভি উপস্থাপিকা মৌসুমী মৌ। বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন স্বামী।

২০২৩ সালের ২০ অক্টোবর পেশায় কোচিং শিক্ষক আরিফ বিল্লাহকে বিয়ে করেন মৌসুমী মৌ। পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়। ছয় মাস না পেরোতেই স্বামীর বিরুদ্ধে আদালতে দাঁড়ালেন তিনি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত মামলার শুনানি শেষে আরিফ বিল্লাহকে ১ হাজার টাকা মুচলেকায় জামিন আদেশ দেন। 

আদালতে আরিফ বিল্লাহর পক্ষে জামিন শুনানি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার ও মো. বাহাউদ্দিন আল ইমরান।

আরিফ বিল্লাহর আইনজীবীরা গণমাধ্যমকে জানান, ‘শুনানিতে তারা আদালতকে বলেছেন-স্বামী-স্ত্রীর মধ্যকার স্বাভাবিক লেনদেনকে যৌতুক হিসেবে তুলে ধরা হয়েছে। টাকাগুলো ধার হিসেবে নেওয়া হয়েছিল। মোট টাকার বড় একটি অংশ পরিশোধও করা হয়েছে।’

অন্যদিকে মৌসুমী মৌ এখন দেশে নেই। তাই তার পক্ষে আদালতে সময় আবেদন করেন তার আইনজীবী এএনএম গোলাম জিলানী।

মৌসুমী মৌ মামলায় অভিযোগ করেন, আরিফ তার কাছ থেকে বিভিন্ন সময়ে ৭ লাখ ৯৫ হাজার টাকা নিয়েছেন, যা যৌতুকের টাকা হিসেবে দাবি করা হয়েছে। একই সঙ্গে যৌতুকের টাকার জন্য আরিফ তাকে মারধর করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম