Logo
Logo
×

বিনোদন

ঢাকায় কুরুলুস উসমানের নায়ক

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৪, ১২:৪৬ পিএম

ঢাকায় কুরুলুস উসমানের নায়ক

ঢাকায় পৌঁছেছেন জনপ্রিয় তুর্কি সিরিয়াল ‘কুরুলুস উসমান’ সিরিজের নায়ক। শুক্রবার ঢাকার মাটিতে পা রাখেন এ অভিনেতা। বাংলায় ডাবিংকৃত তুরস্কের জনপ্রিয় ধারাবাহিক কুরুলুস উসমানের মাধ্যমে বাংলাদেশের দর্শকের কাছে তুমুল জনপ্রিয়তা পান বুরাক অ্যাজিভিট। এ ছাড়া সুলতান সুলেমানেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

বর্তমানে হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করছেন বুরাক অ্যাজিভিট। ঢাকায় পৌঁছানোর আগে গত ২৩ মে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা নিজেই জানান, ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

মূলত বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণেই বাংলাদেশে এসেছেন বুরাক অ্যাজিভিট। আগামী ২৬ মে বাংলাদেশে ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি।

দক্ষিণ-পূর্ব তুরস্কের মেরসিতে ১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর জন্ম নেন ৬ ফুট উচ্চতার সুদর্শন বুরাক অ্যাজিভিট। তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পড়াশোনা করেছেন এ অভিনেতা। ফটোগ্রাফি নিয়ে স্নাতক শেষ করেছেন তিনি।

প্রসঙ্গত, উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন বুরাক অ্যাজিভিট। নেটদুনিয়ায় বিশ্বের প্রায় ১৬ মিলিয়ন মানুষ অনুসরণ করেন এই অভিনেতাকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম