দেশবরেণ্য নজরুল সংগীত শিল্পী, শিক্ষক ও গবেষক শেলু বড়ুয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের দুটি বিশেষ সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
এ দুটি অনুষ্ঠানের মধ্যে প্রতিভাবান ও প্রতিশ্রুতিশীল শিল্পীদের অংশগ্রহণে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘চেতনায় নজরুল’ তিনি গ্রন্থনা ও সংগীত পরিচালনা করেছেন।
এ অনুষ্ঠান প্রসঙ্গে শেলু বড়ুয়া বলেন, ‘নতুনদের নিয়ে কাজ করে আমার খুবই ভালো লেগেছে। সবাই প্রতিশ্রুতিশীল এবং এরাই ভবিষ্যতে নজরুল সংগীতের ক্ষেত্রে নেতৃত্ব দিবে। ভবিষ্যতেও আমি নতুনদের নিয়ে কাজ করতে চাই।
অন্যদিকে বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘আমাদের নজরুল’-এ শেলু বড়ুয়া গজল অংশের ‘বাগিচায় বুলবুলি তুই’ গানটি গেয়েছেন। এ অনুষ্ঠানটিও বেশ ভালো হয়েছে বলে জানিয়েছেন এই গবেষক ও সংগীতশিল্পী।
উল্লেখ্য শেলু বড়ুয়ার ‘নজরুল সংগীত আদি সুরে’ নামে একটি ইউটিউব চ্যানেল দেশ বিদেশে নজরুলপ্রেমীদের মধ্যে বেশ সাড়া জাগিয়েছে। শিল্পী জানিয়েছেন, একশত গান সম্বলিত এই চ্যানেল দেশ বিদেশের নজরুল সংগীত শিক্ষার্থীদের জন্য একটি প্রশিক্ষণ কার্যক্রম।