Logo
Logo
×

বিনোদন

টাইগার শ্রফের সাবেক প্রেমিকা দিশাকে নিয়ে মুখ খুললেন বোন কৃষ্ণা শ্রফ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৪, ১২:০৩ পিএম

টাইগার শ্রফের সাবেক প্রেমিকা দিশাকে নিয়ে মুখ খুললেন বোন কৃষ্ণা শ্রফ

বিচ্ছেদের পরও সাবেক প্রেমিক টাইগার শ্রফের বোনের সঙ্গে বন্ধুত্ব অটল বলিউড অভিনেত্রী দিশা পাটানির। ২০২২ সালের আগস্টে বিচ্ছেদ হয় এই জুটির। কিন্তু তারপরও কৃষ্ণা শ্রফের সঙ্গে দিশার বন্ধুত্বের সমীকরণ বরাবরই নজর কেড়েছে নেটিজেনদের। 

বরাবরই দিশার প্রশংসায় পঞ্চমুখ কৃষ্ণা। তার মতে, দিশা স্বাধীনচেতা, কর্তব্যপরায়ণ ও বয়সের তুলনায় পরিণত। তার মতে, ‘বর্তমানে যখন একজন নারী অন্য নারীকে হেয়প্রতিপন্ন করতে ব্যস্ত, তখন আমি আর দিশা পরস্পরকে উন্নতির দিকে অগ্রসর হতে সাহায্য করি।

তিনি বলেন, আমি নিশ্চিত, জীবনে যে পরিস্থিতিই আসুক, দিশা ও কৃষ্ণা পরস্পরের পাশে থাকবেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে কৃষ্ণা জানালেন, দিশা পরিশ্রমী ও সমমনস্ক। দিশার পরিবারের কেউ অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন; কিন্তু তা সত্ত্বেও বলিউডে নিজের জায়গা পোক্ত করে ফেলেছেন তিনি। এ বিষয়ে দিশাকে কুর্ণিশ জানালেন কৃষ্ণা শ্রফ। 

অন্যদিকে ভাইবোন অপেক্ষা বন্ধুত্বের সম্পর্কেই টাইগার ও কৃষ্ণা বেশি বন্দি। সে ক্ষেত্রে বোনের ওপর তার ও সাবেক প্রেমিকার অধিকারবোধ নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন কৃষ্ণা? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী ও সহপরিচালক জানালেন, টাইগার ও দিশা দুজনের সঙ্গেই আলাদা বোঝাপোড়া রয়েছে তার। দুজনের সঙ্গে সম্পর্কের সমীকরণও ভিন্ন।

সূত্র: আনন্দবাজার

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম