Logo
Logo
×

বিনোদন

বিয়ের ২৭ বছর পূর্তিতে স্ত্রীকে সামনে আনলেন মীর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৪, ০৯:৪২ এএম

বিয়ের ২৭ বছর পূর্তিতে স্ত্রীকে সামনে আনলেন মীর

পশ্চিমবঙ্গের সঞ্চালক-অভিনেতা মীর আফসার আলি। তাকে মূলত কলকাতার মানুষ সকালম্যান নামেই চেনেন। সকালবেলা রেডিও মির্চিতে তার কণ্ঠ শুনে অনেকেই শুরু করতেন দিন। তারকাখ্যাতি থাকলেও নিজের পারিবারিক জীবনকে মীর কখনই সেভাবে সামনে নিয়ে আসেননি। তবে এবার বিবাহবার্ষিকী কেন্দ্র করে স্ত্রী-কন্যাকে পরিচয় করিয়ে দিলেন সবার সামনে।

১৯৯৭ সালের ১৬ মে বিয়ে করেন মীর। দেখতে দেখতে পেরিয়ে এসেছেন ২৭ বছর। মীর-পত্নী পেশায় ডাক্তার। স্ত্রীর নাম সোমা ভট্টাচার্য।

বিবাহবার্ষিকীতে স্ত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন মিরাক্কেলখ্যাত মীর। সেখানে স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে তাকে লিখেছেন ‘হ্যাপি অ্যানিভার্সারি ডাক্তার। ২৭ বছর, তারপর আর কে গোনে…’।

খুব ছোট্ট পরিসরেই বিয়েটা করেছিলেন সোমা আর মীর। দুজনেই তখন ক্যারিয়ারে প্রতিষ্ঠা পাওয়ার লড়াই করছেন। তাই সাদামাটা আয়োজন হয়েছিল কাছের বন্ধু ও গুটিকয়েক পরিবারকে নিয়ে। প্রথমে রেজিস্ট্রি, আর তারপর হিন্দুমতেই বিয়ে করেছিলেন সোমা আর মীর। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে, নাম মুসকান।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম