Logo
Logo
×

বিনোদন

রাজনীতি থেকে কেন দূরে, কারণ জানালেন বিদ্যা বালান  

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ০৪:১৪ পিএম

রাজনীতি থেকে কেন দূরে, কারণ জানালেন বিদ্যা বালান  

বলিউড ইন্ডাস্ট্রির অন্দরের কথা বা অন্য কোনো বিতর্কিত প্রসঙ্গে মুখ খুলতে কখনো পিছপা হন না বিদ্যা বালান। কিন্তু রাজনীতি! 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বললেন, রাজনীতি নিয়ে কথা বলতে ভয় করে। কী জানি বাবা, কখন বয়কট করে দেবে আমাকে!

আরও পড়ুন: আলিয়া দীপিকা পারলেও কেন পারেননি ক্যাটরিনা?

অভিনেত্রী জানালেন, তার সঙ্গে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। তবে বর্তমানে বিনোদন জগতের মানুষেরা রাজনৈতিক মতামত দেওয়ার আগে দুবার ভাবেন। বিশেষ করে, কোনো ছবি মুক্তির সময় বয়কট প্রসঙ্গে তাদের আরও সতর্ক থাকতে হয়। কারণ একটি ছবির সঙ্গে প্রায় ২০০ মানুষের উপার্জন জড়িয়ে থাকে। 

অভিনেত্রীর কথায়, কোন কথা কখন যে কার খারাপ লেগে যাবে...! আমি সেই কারণে রাজনীতি থেকে দূরে দূরেই থাকি।

ইন্ডাস্ট্রিতে নজরে আসতে হলে অভিনয়দক্ষতা থাকা প্রয়োজন। আবার ভালো কাজ করলেও অন্যের চক্ষুশূল হতে হয়! 

এই প্রসঙ্গে অভিনেত্রীর বক্তব্য, আমি যখন সবে কাজ শুরু করেছি, আমাকে নিয়ে নানা কথা শুরু হয়। এবার সেটা আমার কাজ দেখে তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন কিনা, জানি না। আমি তো ইন্ডাস্ট্রিতে থাকার জন্যই এসেছি। মাফ করবেন, ‘ইন্ডাস্ট্রি কারও বাবার জায়গা নয়’।

‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে অভিনয় করে শিরোনামে এসেছিলেন বিদ্যা বালান। 

ছবি নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানালেন, এই ছবি করতে গিয়ে ধূমপানে আসক্ত হয়ে পড়েন তিনি। সাহসী পোশাক পরা নিয়েও একরাশ সংশয় ছিল মনে। 

অভিনেত্রী বললেন, স্বল্পদৈর্ঘ্যের পোশাক, শরীর দেখানো পোশাক পরা নিয়েও সংশয়ে ছিলাম। তার ওপর ওই ধরনের নাচ...! যখন ভেবেছিলাম, অভিনেত্রী হব, কখনো কল্পনা করিনি যে এ ধরনের কাজ করব। 

সাময়িকভাবে মনে হয়েছিল, এটা আমার জন্য বড় সুযোগ। আবার পরক্ষণেই মনে হয়েছিল, ক্যামেরায় দর্শক আমাকে ওই ভাবে দেখবেন...! 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম