Logo
Logo
×

বিনোদন

সুলতান সুলেমানের রাজপ্রাসাদে ফারিণ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৫৬ এএম

সুলতান সুলেমানের রাজপ্রাসাদে ফারিণ

সুলতান সুলেমানের কথা হয়তো অনেকের জানা। উসমানীয় সাম্রাজ্যের দশম সুলতান ছিলেন তিনি। শুধু তা-ই নয়, এ সাম্রাজ্যের সুলতানদের মধ্যে প্রভাবশালী সুলতান ছিলেন তিনি। তাকে নিয়ে নির্মিত হয়েছে টেলিভিশন সিরিজও। সুলতান সুলেমানের বাবা সুলতান সেলিম খান মারা গেলে ১৫২০ সালের ৩০ সেপ্টেম্বর। তুরস্কে এখনো অক্ষত আছে এ রাজপ্রাসাদ। 

প্রতি বছর অসংখ্য ভ্রমণপিপাসু সেখানে ঘুরতে যান। এ বছর ঈদ করতে সেখানে গেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বেড়ানো ও ঈদ পালনের ফাঁকে সেই রাজপ্রাসাদেও ঢুঁ মেরেছেন এ অভিনেত্রী। সেখানে বেড়ানোর কয়েকটা ছবিও ফেসবুক পেজে পোস্ট করেছেন তিনি। সেসব ছবি দেখে উচ্ছ্বসিত তাসনিয়া ফারিণের ভক্তরা। 

এদিকে এবারের ঈদুল ফিতরে অভিনেত্রী ফারিণের গায়িকা হিসেবে অভিষেক ঘটেছে। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে তিনি ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটি ফারিণ গেয়েছেন তাহসানের সঙ্গে। টেলিভিশন নাটকের পাশাপাশি ওটিটিতেও অভিনয় করেন তিনি। গানের জন্য ফারিণ প্রশংসা পাচ্ছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম