
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ০৬:৫৬ এএম
ঈদ করতে ১১ জনকে নিয়ে কোন দেশে গেলেন মিম

বিনোদন প্রতিবেদন
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ১১:০০ এএম

আরও পড়ুন
এবারের ঈদে সিনেমার প্রচারণা নিয়ে কোনো ব্যস্ততা নেই বিদ্যা সিনহা মিমের। আর তাই এই ঈদের ছুটিতে নায়িকা পাড়ি জমালেন সিঙ্গাপুরে।
শুক্রবার রাতের একটি ফ্লাইটে পরিবারের ১১ সদস্যকে নিয়ে দেশ ছাড়েন তিনি। পরিবারকে নিয়ে এবার সিঙ্গাপুরে ঈদ করবেন বলে জানান এই নায়িকা।
মিম বলেন, মূলত আমার মায়ের ইচ্ছাতেই এবার সিঙ্গাপুরে ঈদ করছি সবাই মিলে। আমার মা-বাবাই আমার পুরো পৃথিবী। তাই তারা যখন যেখানে ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, চেষ্টা করি সেখানে নিয়ে যেতে। এবার মায়ের ইচ্ছা হয়েছে সিঙ্গাপুরে যাওয়ার, তাই সবাই মিলে সেখানেই যাচ্ছি।
এরই মধ্যে আগামী ঈদ উপলক্ষ্যে তার অভিনীত দুটো বিজ্ঞাপন প্রচারে এসেছে। আরও দুটি বিজ্ঞাপন এবারের ঈদে প্রচারে আসার কথা রয়েছে।