Logo
Logo
×

বিনোদন

এআইয়ের মাধ্যমে নায়ক মান্নাকে পর্দায় ফেরানোয় আপত্তি পরিবারের

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ১২:৫৩ পিএম

এআইয়ের মাধ্যমে নায়ক মান্নাকে পর্দায় ফেরানোয় আপত্তি পরিবারের

মৃত্যুর দেড় যুগ পর কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় মান্নাকে পর্দায় ফেরানো নিয়ে আপত্তি তুলেছে তার পরিবার।

গত সোমবার মুক্তিপ্রাপ্ত বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক সিরিজ ‘ব্ল্যাকস্টোন’–এ খলনায়কের ভূমিকায় মান্নাকে হাজির করেছেন তরুণ নির্মাতা শাহরিয়ার গালিব।

এ নিয়ে মান্নার স্ত্রী শেলী মান্না বুধবার এক গণমাধ্যমকে জানান, পরিবারের অনুমতি ছাড়াই মান্নাকে সিরিজে ব্যবহার করা হয়েছে। তার ভাষ্যে, ‘মান্নার ইমেজকে বিক্রি করা হয়েছে।’

নির্মাতা শাহরিয়ার গালিবের দাবি, তিনি অনুমতি নিতে মান্নার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

মান্নার স্ত্রী বলেন, ‘সিরিজটি বানানোর সময় কিংবা বানানোর পরও যোগাযোগ করা হলে সেটি মানা যেত, সেটা তারা করেনি। ট্রেলার প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা কোনো অনুমতি দিইনি।’

পরিবারের অনুমতি নিয়ে হলিউডের প্রয়াত তারকাদের এআইয়ের মাধ্যমে পর্দায় ফেরানোর নজির রয়েছে। ‘ব্ল্যাকস্টোন’ সিরিজে মান্নাকে ১০ সেকেন্ডের জন্য দেখা গেছে। শাহরিয়ার গালিবের দাবি, কোনো ভিডিওতে ১০ সেকেন্ডের মতো ফুটেজ রাখতে পরিবারের অনুমতি না নিলেও চলে।

সম্প্রতি বাংলাদেশের প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে। তবে দেশে এখনো কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন হয়নি। মাত্র একটি খসড়া নীতিমালা করেছে সরকার। প্রয়াত তারকাকে কীভাবে ফেরানো যাবে, কতটা ফেরানো যাবে, তা নিয়ে স্বচ্ছ ধারণা নেই। নীতিমালায় এই বিষয়গুলোর সুরাহা থাকা জরুরি বলে মনে করছেন নির্মাতা ও প্রযোজকরা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম