Logo
Logo
×

বিনোদন

‘আমি সৃজিতের স্ত্রী, এটাই দুর্ভাগ্যের’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ০৭:৪০ পিএম

‘আমি সৃজিতের স্ত্রী, এটাই দুর্ভাগ্যের’

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিয়ে হয় সৃজিত মুখার্জির। তাদের সম্পর্ক নিয়ে অনেকে অনেক কথা বলেন। 

কেউ কেউ বলেন, তাদের মধ্যে বাদানুবাদ হয়েছে। আবার কেউ বলেন, দুজনের সংসারে গন্ডগোল হচ্ছে। যে কারণে অভিনেত্রী বেশিরভাগ সময় ঢাকায় থাকেন; কিন্তু ঘটনা কি আসলেই সত্যি? 

সম্প্রতি অভিনেত্রী বলেন, সৃজিতকে কেউ বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন করে না, কিন্তু আমায় করে। বাংলাদেশে সবাই সৃজিতকে চেনে ভারতের পরিচালক হিসেবে। আর আমায় সৃজিতের বউ হিসেবে চেনে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। আমি অভিনেত্রী, অভিনয় করি এটা কি আমার নিজের পরিচয় হওয়ার জন্য যথেষ্ট নয়?

২০১৯ সালের ডিসেম্বরে বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী, মডেল ও উপস্থাপক মিথিলাকে বিয়ে করেন ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। বিয়ের পর মধুচন্দ্রিমা কাটাতে তারা সুইজারল্যান্ড যান।

সৃজিতের আগে মিথিলার আরেকটি বিয়ে হয়। ২০০৬ সালের ৩ আগস্ট দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয়। ২০১৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের একমাত্র সন্তান আইরা এখন মিথিলার কাছেই আছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম