Logo
Logo
×

বিনোদন

পরিণীতি কি অন্তঃসত্ত্বা? উত্তরে যা জানালেন নায়িকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ০১:০৬ পিএম

পরিণীতি কি অন্তঃসত্ত্বা? উত্তরে যা জানালেন নায়িকা

আর কিছু দিন পরেই মুক্তি পাবে পরিণীতি চোপড়া অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি 'চমকিলা'। সেই ছবির প্রচারে তুমুল ব্যস্ত তিনি। অভিনেত্রীকে বৃহস্পতিবার মুম্বাইতে একটি কালো পোশাকে ইভেন্টে অংশ নিতে দেখা গিয়েছিল। সেই ছবি এবং ভিডিওগুলো সামনে আসার পরেই নেটিজেনরা অনুমান করছেন যে অভিনেত্রী সন্তানসম্ভবা।

আর তার পরই সমস্ত গুজবে জল ঢেলে দিয়ে এদিন ইনস্টাগ্রামের স্টোরিতে পরিণীতি চোপড়া তার প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি হাসির একটি ইমোজিসহ লেখেন— 'কাফতান ড্রেস মানেই গর্ভবতী! ওভারসাইজড টিশার্ট মানেই গর্ভবতী। ঢিলেঢালা কুর্তি মানেই গর্ভবতী।' 

তবে চমকিলার ট্রেলার লঞ্চ অনুষ্ঠান নয় কেবল, কয়েক সপ্তাহ আগেও রটে গিয়েছিল যে পরিণীতি চোপড়া নাকি গর্ভবতী।

কিছু দিন আগে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে পরিণীতির স্বামী রাঘব চাড্ডা জানিয়েছেন, গর্ভবতী হওয়ার খবরটা সত্য নয়। ও এখন বিভিন্ন শহরে দৌড়ে বেড়াচ্ছে কাজ এবং ব্যক্তি কিছু বিষয়ের জন্য। কে কী পোশাক পরছে, সেটা দেখে সে গর্ভবতী কিনা বোঝা যায় না।

পরিণীতি অন্তঃসত্ত্বা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম