Logo
Logo
×

বিনোদন

১০০ শিশুকে নিয়ে গান গাইবেন রুনা লায়লা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ০৪:৩৯ পিএম

১০০ শিশুকে নিয়ে গান গাইবেন রুনা লায়লা

কণ্ঠশিল্পী রুনা লায়লা। ফাইল ছবি

কণ্ঠশিল্পী রুনা লায়লা ‘বাংলাদেশ’ শিরোনামে একটি দেশীয় গানে কণ্ঠ দিয়েছেন। গানটি ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে পরের দিন ২৭ মার্চ বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে পরিবেশন করবেন তিনি। গানটিতে শিল্পীর সঙ্গে অংশ নেবেন ১০০ জন শিশু।

আরও পড়ুন: মৃত মায়ের কাছে যে আবদার পূজা চেরির

বুধবার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে শিশুদের নিয়ে গানটি গাইবেন তিনি। গানটির কথা লিখেছেন আনজীর লিটন, সুর ও সংগীত করেছেন আশরাফ বাবু।

রুনা লায়লা বলেন, বাংলাদেশ গানটি একটু ভিন্ন রকম হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে ১০০ শিশুকে নিয়ে গানটি পরিবেশন করব। 

গানটি বাংলাদেশ শিশু একাডেমির জন্য করা হয়েছে। শিশুরা আমাদের দেশের ভবিষ্যৎ। সব সময় শিশুদের অনুপ্রেরণা দিতে চাই, যেন তারা বড় হয়ে যে যা হতে চায়, তা-ই হতে পারে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম