Logo
Logo
×

বিনোদন

চার দিনেও জ্ঞান ফেরেনি অভিনেত্রীর, দেখতে আসেননি ইন্ডাস্ট্রির কেউ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ১০:০৪ পিএম

চার দিনেও জ্ঞান ফেরেনি অভিনেত্রীর, দেখতে আসেননি ইন্ডাস্ট্রির কেউ

বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন অরুন্ধতী নায়ার। গত ১৪ মার্চ একটি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন ২৮ বছর বয়সি এ দক্ষিণী অভিনেত্রী। এরপর তাকে কেরালার অনন্তপুরী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন অরুন্ধতী। গত চার দিনেও জ্ঞান ফেরেনি অভিনেত্রীর।

এ বিষয়ে অরুন্ধতীর বন্ধু রেমিয়া জোসেফ বলেন, অরুন্ধতী পাঁচটি তামিল সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন। গতকালের আগের দিন পর্যন্ত গুরুতর আহত অরুন্ধতীকে ব্রেন ডেড মনে করছেন চিকিৎসকরা। তবুও ইন্ডাস্ট্রির কেউ আসেননি। কেউ যদি আসতেন কিংবা ফোনে খোঁজ নিতেন, তাহলে ভালো লাগতো। আর্থিক সাহায্যের কথা না হয় বাদই দিলাম।

অরুন্ধতীর বোন আরথি পিটিআইকে বলেছেন, পরিবার ও বন্ধুরা যখন ফান্ড রাইজিং ক্যাম্পেইন শুরু করেছেন আহত অভিনেত্রীর জন্য, অনেক মানুষই বিষয়টি নিয়ে হাসিঠাট্টা করা শুরু করেছেন। অনেকেই মনে করছেন এটি স্ক্যাম। এ রকম নেতিবাচক আচরণ সহ্য করতে হচ্ছে আমাদের এ বিপদের সময়।

বন্ধু রেমিয়া জোসেফ বলেন, অরুন্ধতীর পরিবার আর্থিকভাবে সচ্ছল নয়। হাসপাতালের বিল পরিশোধ করতে তাদের আর্থিক সহায়তা দরকার। তার কয়েকজন বন্ধু সাহায্য করেছেন, তখন আরও অর্থের প্রয়োজন। এমন তো নয় যে আমরা কোটি টাকা কামাই করি।

গতকালের আগের দিন পর্যন্ত ব্রেন থেকে কোনো সিগন্যাল পাওয়া না গেলেও গতকাল বাম কর্নিয়া সামান্য নড়েছে। তাই চিকিৎসকরা আশাবাদী বলে জানিয়েছেন আরথি। চিকিৎসকরা এখন ব্রেন সার্জারির প্রস্তুতি নিচ্ছেন, যা ব্যয়বহুল।

এদিকে অভিনেত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন অরুন্ধতী ভক্তরা। সবাই তার সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করছেন।

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় তামিল সিনেমা ‘পোঙ্গি এজহু মনোহরা’ দিয়ে অভিনয়ে পা রাখেন অরুন্ধতী। ২০১৮ সালে মুক্তি পায় বিজয় অ্যান্টোনির ‘শয়তান’। এ সিনেমা থেকে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। ২০২৩ সালে ‘আইয়িরাম পোরকাসুখুল’ সিনেমাতে শেষবার তাকে দেখা গেছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম