![আমি এখনো বিজেপি ছাড়িনি: পার্নো মিত্র](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/03/10/image-783183-1710053795.jpg)
বহুদিন পর আবারও বড়পর্দায় মুক্তি পেল পার্নো মিত্র অভিনীত ছবি বনবিবি। সেই ছবি মুক্তি থেকে রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে সব কিছু জানালেন অভিনেত্রী।
বনবিবি ছবিতে উঠে এসেছে সুন্দরবনের মানুষদের রোজনামচার কথা। ছবির শুটিংয়ের অনেকটাই সেখানে হয়েছে। শুটিংয়ের সেই অভিজ্ঞতার কথা মনে করে পার্নো বলেন, খুবই কষ্ট করতে হয়েছে।
দশটা দিন যে কী স্ট্রাগল করে ওখানে কাটিয়েছি বলে বোঝাতে পারব না। সারাদিন লঞ্চে বসে থাকতাম, কোনো ভ্যানিটি ভ্যান ছিল না। কিছুই না। সব কিছুই লঞ্চে। কিন্তু সব থেকে কষ্টকর ছিল কাদার মধ্যে হাঁটা। পায়ের তলায় ম্যানগ্রোভের কাঁটা ফুটে ফুটে খুব কষ্ট হতো।
২০১৯ সালে বিজেপিতে যোগ দেন পার্নো। এখনো কি রাজনীতির সঙ্গে যুক্ত তিনি? এ বিষয়ে অভিনেত্রী বলেন, আমি এখনো বিজেপি ছাড়িনি। কিন্তু আর অ্যাকটিভ পলিটিক্সে যুক্ত নেই। তবে পরে আবার সক্রিয় রাজনীতিতে ফিরব কিনা জানি না। মনে হয় দেখা যাবে।
বনবিবি ছবিটির পরিচালনা করেছেন রাজদীপ ঘোষ। ছবিটির প্রযোজনা করেছেন রানা সরকার। এখানে পার্নো মিত্র ছাড়াও আছেন সোহিনী সরকার, রণজয় বিষ্ণু, আর্য দাশগুপ্ত প্রমুখ। এখানে সুন্দরবনের মানুষদের জীবনযাপনসহ নানা দিকের কথা উঠে এসেছে।