Logo
Logo
×

বিনোদন

ক্রিস মার্টিনের সঙ্গে ডাকোটা জনসনের বাগদান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৪, ১০:১৭ পিএম

ক্রিস মার্টিনের সঙ্গে ডাকোটা জনসনের বাগদান

ব্রিটিশ গায়ক ও কোল্ড প্লে তারকা ক্রিস মার্টিনের সঙ্গে বাগদান সেরেছেন ‘ফিফটি শেডস অব গ্রে’ খ্যাত অভিনেত্রী ডাকোটা জনসন। দ্য মিরর জানিয়েছে, ৬ বছরের প্রেমের পর সম্প্রতি বাগদান সেরেছেন তারা। মার্টিনের সাবেক স্ত্রী অভিনেত্রী গুইনেথ প্যালট্রো এবং তাদের সন্তান অ্যাপল ও মোজেস এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

এই জুটির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে মিরর জানিয়েছে, এই দম্পতি বাগদানের খবরটি এখন পর্যন্ত গোপন রেখেছেন। তবে তাদের ঘনিষ্ঠ মানুষদের মাধ্যমে খবরটি প্রকাশ্য এসেছে। 

মিরর আরও জানিয়েছে, ক্রিস মার্টিন ও ডাকোটা জনসন প্রথম দিন থেকেই একে অপরের সঙ্গে বদ্ধপরিকর ছিলেন, তাই এ পদক্ষেপ অনুমেয় ছিল।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিয়ের পরিকল্পনার জন্য এ দম্পতি কোনো তাড়াহুড়ো করছেন না। বর্তমানে তারা সম্পর্কের এ নতুন পর্বটি উপভোগ করছেন।

গত অক্টোবরে ডাকোটা জনসনের ৩৪তম জন্মদিনে অনামিকার আংটি থেকেই গুঞ্জনের শুরু। তখন এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘তিনি সত্যিই মাতৃত্বের স্বাদ নিতে চান।’

২০১৬ সালে গুইনেথ প্যালট্রোর সঙ্গে ক্রিস মার্টিনের বিবাহবিচ্ছেদ হয়। আর ডাকোটা জনসন এর আগে জর্ডান মাস্টারসন এবং ম্যাথিউ হিটের সঙ্গে সম্পর্কে ছিলেন।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম