Logo
Logo
×

বিনোদন

পুরোনো প্রেমিক বাদ, কার গলায় মালা পরাচ্ছেন সোহিনী?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৮ পিএম

পুরোনো প্রেমিক বাদ, কার গলায় মালা পরাচ্ছেন সোহিনী?

সোহিনী সরকার আর রণজয় বিষ্ণু টালিউডের জনপ্রিয় জুটি ছিলেন। সেই প্রেম টেকেনি। হঠাৎই তারা আলাদা হয়ে যান। ইদানীং নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। তবে কার গলায় মালা পরাচ্ছেন সোহিনী। 

কয়েক মাস ধরে অভিনেত্রী সোহিনীর নতুন প্রেম নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা ভাবছেন, গায়ক শোভনের সঙ্গে গোপনে বিয়েও সেরে ফেলেছেন অভিনেত্রী। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, এ বছর ভালোবাসা দিবসটা সুইডেনের বরফ চাদর গায়ে ঢেকে কাটিয়েছেন দুজন। বরফের দেশে দুজনে ঘুরতে গিয়েছেন, সেই ইঙ্গিত মিলেছিল সামাজিক মাধ্যমে। সেখানে একসঙ্গে ছবিও পোস্ট করেন শোভন। তবে ১০ মিনিট পর তা আবার ডিলিটও করে দেন।

এর মধ্যেই আলোচনায় এসে যায় শোভনের নতুন রিল ভিডিও। এতে সুইডেনের বরফ ঢাকা পাহাড়ে দাঁড়িয়ে শোভন গাইছেন, ‘জিন্দেগি অউর কুছভি নেহি তেরি মেরি কাহানি হ্যায়’। শোভনের সুরেলা গলা তেমন মন মাতালো, তেমনই চোখ টানলো তার ডান হাতের আঙুল। সেখানে জ্বলজ্বল করছে সোনার আংটি। এখন মনে হতেই পারে, হাতে আংটি তো অনেকেই পরে! কিন্তু না, শোভনকে যারা কাছ থেকে জানেন তারা ভালো মতোই জানেন গায়ক দু-হাতে কোনো আংটি পরতেন না। তাহলে কি বিদেশে বেড়াতে গিয়ে সোহিনীর সঙ্গে বিয়ে সেরে ফেললেন শোভন?

শোভনের লাভ লাইফও কম চর্চিত নয়। বয়সে বড় ইমনের সঙ্গে প্রেম টেকেনি, মাঝে অভিনেত্রী স্বস্তিকা দত্তকে মন দিয়েছিলেন। তবে সেই প্রেম কাহিনীর পরিণতি হয়নি। ২০২৩-এর মাঝামাঝি দুজনের ব্রেকআপের খবর জানাজানি হয়। যদিও স্বস্তিকা জানান, অনেক আগে মন আলাদা হয়েছে দুজনের। এরপর সোহিনী সরকারের সঙ্গে সম্পর্কে জড়ান শোভন।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম