Logo
Logo
×

বিনোদন

অপূর্ব যখন ইউএনও

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৭ এএম

অপূর্ব যখন ইউএনও

‘শুধু প্রেমে না, কিছু মানুষ বাঁচে দেশপ্রেমে!’ সেই দেশপ্রেমের গল্পের ওয়েব ফিল্মে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সম্প্রতি ‘ইউএনও স্যার’ নামে একটি ওয়েবফিল্মে কাজ করেছেন তিনি। যেখানে একটি উপজেলার ইউএনও চরিত্রে দেখা যাবে তাকে। এটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল।

নির্মাতা জানিয়েছেন, ব্যক্তিগত ও পেশাগত দায়বদ্ধতার বেড়াজালে দেশের প্রতি ভালবাসার চ্যালেঞ্জ নিয়ে একজন সরকারি পদস্থ কর্মকর্তা কী করতে পারেন, সেটাই দেখা যাবে ফিল্মটিতে। এতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, দারুন একটি গল্প। যেখানে দেশপ্রেম আছে, মানুষের সেবা কীভাবে করা যায় সেটা আছে। খুব ভালো লেগেছে কাজটি করে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

আরও পড়ুন: মৃত্যুর মুখ থেকে ফিরলেন রাশমিকা

নির্মাতা বলেন, ‘আমার জানা মতে প্রশাসনিক ক্যাডার সার্ভিস চরিত্র নিয়ে বাংলাদেশে এটাই প্রথম কাজ। একটা ভিন্ন আঙ্গিকের গল্প সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি।

শিল্পী কলাকুশলী সহ সবার আন্তরিক প্রচেষ্টা ছিল কাজটা ভালো করার। সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আশা করছি কাজটা দর্শকদের ভালো লাগবে।’ এতে আরও অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী, ইন্তেখাব দিনার, জয়রাজ, নরেশ ভুইয়া সহ অনেকে। আগামী ২৪ ফেব্র“য়ারি ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে দেখা যাবে এ সিনেমাটি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম