Logo
Logo
×

বিনোদন

তাহলে কি গোপনে বিয়ে করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৯ এএম

তাহলে কি গোপনে বিয়ে করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা?

সম্প্রতি পায়ে অস্ত্রোপচার হয়েছে টালিউড অভিনেতা অঙ্কুশের। এই সময় বাড়িতেই বিশ্রামে রয়েছেন অভিনেতা। এরই মাঝে ফ্যানেদের সঙ্গে আড্ডা দিলেন নায়ক আর সেই আড্ডা থেকেই সামনে এলো বড় তথ্য। সেখান থেকেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি গোপনেই ঐন্দ্রিলার সঙ্গে বিয়ে সেরে ফেলেছেন অভিনেতা? 

দীর্ঘদিন ধরেই ঐন্দ্রিলা সেনের সঙ্গে প্রেম করছেন অঙ্কুশ। তাদের মজা বা আদুরে ভিডিও অনেক সময়ই নেটিজেনদের নজর কাড়ে। বহুদিন ধরেই তাদের বিয়ে নিয়েও জোর জল্পনা চলছে। কবে বিয়ে করবেন সেই প্রশ্ন হামেশাই শুনতে হয় তাদের। 

শুটিং সেটে গুরুতর আহত হয়ে বর্তমানে তিনি বাড়িবন্দি। সেই সুযোগে তিনি ভক্তদের সঙ্গে প্রশ্ন-উত্তর খেলায় মেতেছেন। এখানেই এদিন তার এক ভক্ত তাকে জিজ্ঞেস করেন, 'তুমি জি বাংলার স্টেজে বলেছিলে যে ঐন্দ্রিলাকে ২০২৩ সালেই বিয়ে করবে। সেই প্রমিজটার কী হলো?'

এই প্রশ্নের উত্তরে এদিন অঙ্কুশ একটি ছোট ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে বলেন, 'এসব জিনিস যে সবসময় জানা যাবে তার কোনো মানে নেই। হতেই পারে যে হয়ে গিয়েছে। কেউ জানে না। এগুলো সব সময় ঢাক ঢোল পিটিয়ে করতে হবে সেটার কোনো মানে নেই।' 

আর তার এই উত্তর শুনেই অনেকের মনেই প্রশ্ন জেগেছে তবে কি সত্যি সত্যিই বিয়ে হয়ে গিয়েছে অঙ্কুশ ঐন্দ্রিলার?

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম