Logo
Logo
×

বিনোদন

তারকাদের ভ্যালেন্টাইনস ডে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৩ পিএম

তারকাদের ভ্যালেন্টাইনস ডে

একদিনে বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবস গেছে। বসন্তে মন রাঙিয়েছে তারকারা। সেজেছেন নানা সাজে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ আবার সন্তান নিয়ে ঘুরতে গেছেন দেশের বাহিরেও।

অপু বিশ্বাস নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে লিখেছেন- সবাইকে ভ্যালেন্টাইনস ডে-র শুভেচ্ছা।

বুবলী ছেলে ও পরিবারের সঙ্গে ভারতে ঘুরতে গেছেন। সেখানে তাজমহলে ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করে তিনি লেখেন- ‘আমার বাপজান আমার ভালোবাসা, আমার পৃথিবী।’ তিনি লেখেন- ‘প্রতিটি দিনই ভালোবাসার তারপরও একটি দিন একটু বেশি ভালোবেসে বিশেষভাবে কাটালে ক্ষতি কী!’

এদিকে স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করে অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া লিখেছেন, ‘শুভ ভ্যালেন্টাইনস ডে সবাইকে...।’

এছাড়া সামিরা খান মাহি, তাসনিয়া ফারিণ ও বিদ্যা সিনহা মিম সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসা দিবসের ছবি শেয়ার করে সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম