![নির্বাচনের আগে দুঃসাহসিক কাজ করলেন মিমি](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/02/07/image-771748-1707293922.jpg)
নতুন মিউজিক ভিডিও ‘ভাল্লাগছে না’র প্রচার নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। এ ছাড়া হাতে রয়েছে ওয়েব সিরিজ়, নতুন সিনেমার শুটিং। যাদবপুরের সংসদ সদস্য হিসাবেও দায়িত্ব পালন করতে হয় তাকে। তবে এর মাঝেই নিজের একটা শখ পূরণ করে ফেললেন নায়িকা। স্কুবা ডাইভিং করেছেন মিমি।
এ মুহূর্তে তিনি কলকাতায় নেই। কোথায় গেছেন, সেটি খোলাসা না করলেও অনেকের অনুমান, আন্দামানে বেড়াতে গেছেন মিমি। আর সেখানে গিয়েই দীর্ঘ দিনের একটা ইচ্ছাপূরণ করে ফেললেন তিনি। স্কুবা ডাইভিংয়ের ছবি এবং ভিডিও নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
আরও পড়ুন: ‘ভালোবাসতে ভাল্লাগছে না’ মিমির
মোট আটটি ছবি ইনস্টাতে পোস্ট করেছেন মিমি। নায়িকাকে যখন স্পিডবোট থেকে ধাক্কা দিয়ে জলে ফেলে দেওয়া হলো, মিমির চোখেমুখে তখন আতঙ্ক। মনে সাহস সঞ্চয় করে জলের গভীরে ডুব দিলেন তিনি। সমুদ্রগর্ভের ছবিও দিয়েছেন অভিনেত্রী। তবে স্কুবা ডাইভিং শেষে যখন বোটে ফিরছেন, মিমির ঠোঁটে তখন বিজয়ীর হাসি। স্কুবা ডাইভিং করে প্রশংসাপত্রও পেয়েছেন মিমি।
তথ্য সূত্র: আনন্দবাজার