পুনমের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৮ পিএম
বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী পুনম পাণ্ডের মৃত্যুর খবরে শোকের ছায়া নামে সিনেমাঙ্গনে। ক্যারিয়ারের বেশিরভাগ সময় ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থাকতেন ইন্ডাস্ট্রির নাসাখ্যাত এ অভিনেত্রী।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে চিরবিদায়ের খবর ছড়ানোর পর পুনমের মৃত্যু নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও তার মৃত্যু নিয়ে সংশয়ে ছিলেন। তবে অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন খোদ পুনম পাণ্ডে, বললেন বেঁচে আছেন!
পুনম পাণ্ডে ভুয়া মৃত্যু সংবাদ ছড়িয়ে অন্যায় করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এ মর্মে মুম্বাই পুলিশের কাছে আর্জি জানালেন মহারাষ্ট্রের বিধায়ক সত্যজিৎ তাম্বে। তার মতে, মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পুনম যা করেছেন তা শাস্তিযোগ্য অপরাধ।
শুক্রবার সকালে মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানা গিয়েছিল, জরায়ুমুখের ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২ বছরের এ তারকার।
একদিন পর শনিবার পুনম একটি ভিডিওর মাধ্যমে জানান, তিনি বেঁচে আছেন। এই আসলে জরায়ুমুখের ক্যানসার নিয়ে সচেতনা বৃদ্ধির একটি প্রচার কৌশলমাত্র। যদিও মিথ্যার আশ্রয় নেওয়ার জন্য ক্ষমা চেয়ে নেন তিনি। তবে তার এই কাজের জন্য পুনমের শাস্তি পাওয়া উচিত বলে মনে করেন তাম্বে।
তাম্বের কথায়, ‘সামাজিকমাধ্যমে ভুয়া খবর আটকানোর জন্য পুলিশি তৎপরতা খুবই প্রয়োজন। পুনমের বিরুদ্ধে মামলাও করা উচিত। উনি অন্যায় করেছেন।’
স্বামীর সঙ্গে মাত্র ১২ দিনের সংসারজীবন কেমন ছিল পুনমের
তামান্নাকে কবে বিয়ে করবেন, জানালেন বিজয়
তাম্বের দাবি, পুনমের পোস্ট সবাইকে বিভ্রান্ত করেছে। তিনি বলেন, ‘জরায়ুমুখের ক্যানসার সমন্ধে সচেতনতা তৈরির বদলে তিনি মানুষকে ভয় পাইয়ে দিয়েছেন। তার ভুয়া মৃত্যু সংবাদের মাধ্যমে কোনো সচেতনতা তৈরি হয়নি; বরং সমস্যা বেড়েছে।’